পোশাক ও ভুল উচ্চারণের জন্য সমালোচনার মুখে জাহ্নবী
শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করলেও দক্ষ অভিনেত্রী হিসেবে এখনো প্রমাণ করতে পারেননি। বরং তারকাসন্তান হিসেবে বারবার প্রশ্নের মুখে পড়েছেন। এবার আবারো সমালোচনার দোরগোড়ায় এই অভিনেত্রী। পোশাক ও ভুল উচ্চারণের জন্য সমালোচনার মুখে জাহ্নবী । ভক্তরা কী বলছেন এবং এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কী প্রতিক্রিয়া উঠেছে, জানুন বিস্তারিত।
কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘পরম সুন্দরী’।
এই সিনেমায় তিনি অভিনয় করেছেন একজন মালয়ালাম নারীর ভূমিকায়। এবং যথারীতি তিনি আবারও সমালোচনার মুখে পড়েছেন। এবার ‘পরম সুন্দরী’ সিনেমায় উচ্চারণ ও পোশাকের জন্য নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘পরম সুন্দরী’: গল্প, চরিত্র ও মুক্তির তারিখ
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের আসন্ন সিনেমা নিয়ে খোলাখুলি মতামত জানালেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তিনি বলেন, “অবশেষে আমি এমন একটি গল্পের সিনেমায় অভিনয় করেছি যেখানে আমার পছন্দের সবকিছুই ছিল। এটি আমাকে আমার শিকড়ে ফেরার এক ভিন্ন সুযোগ দিয়েছে।”

জাহ্নবী আরও জানান, যদিও তিনি মালয়ালি নন এবং তার মা-ও ছিলেন না, তবুও সিনেমায় তার চরিত্রের বিশেষত্বই তাকে আকর্ষণ করেছে। কারণ এখানে তিনি এমন এক চরিত্রে অভিনয় করছেন, যে অর্ধেক তামিল এবং অর্ধেক মালয়ালি। বিষয়টি তার জন্য নতুন হলেও চ্যালেঞ্জিং। তিনি বলেন, “আমি সবসময়ই এই ভূখণ্ড এবং এই সংস্কৃতির প্রতি আগ্রহী ছিলাম। তাই চরিত্রটি করতে গিয়ে আমি যেন নিজের ভেতরে নতুন এক সংযোগ খুঁজে পেয়েছি।”
নিজের পছন্দের তালিকায় দক্ষিণী সিনেমার প্রতি ভালোবাসার কথাও তুলে ধরেন জাহ্নবী। তিনি স্বীকার করেন, তিনি মালয়ালাম সিনেমার একজন বড় ভক্ত। তাই এই প্রজেক্টে যুক্ত হওয়া তার কাছে এক ধরনের স্বপ্নপূরণ। জাহ্নবীর মতে, সিনেমার গল্পটি শুধু মজারই নয়, বরং দারুণভাবে দর্শকদের মন ছুঁয়ে যাবে।
তুষার জালোটা পরিচালিত এই সিনেমার নাম ‘পরম সুন্দরী’, যেখানে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯শে আগস্ট।
সাক্ষাৎকারে জাহ্নবী স্পষ্ট করে বলেন, এই সিনেমাটি তার ক্যারিয়ারে বিশেষ একটি মাইলফলক হয়ে থাকবে। অভিনয়, গল্প এবং সাংস্কৃতিক ছোঁয়া—সব মিলিয়ে ‘পরম সুন্দরী’ দর্শকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা বয়ে আনবে বলেই আশা প্রকাশ করেন তিনি।