শোবিজে কেউ কারও বন্ধু হয় না- এই কথাকে আগেও ভুল প্রমাণ করতে দেখা গেছে অনেক তারকাকেই। সম্প্রতি ঢালিউডেও এই কথাটিকে ভুল প্রমাণ করে দেখালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পূজা চেরি। কারণ পূজাকে নিজের ছোট বোন বলে মন্তব্য করেছেন অপু।
১৩ নভেম্বর একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন অপু ও পূজা। সেখানে আলাপকালে পূজাকে নিয়ে এই কথাটি জানান তিনি। হালের অন্য দুইজন অভিনেত্রীর নামও উল্লেখ করেন অপু। তারা হলেন- পরীমণি ও তমা মির্জা। অপুর ভাষ্যমতে, “পরীমণি আমার মেজো বোন, তমা মির্জা সেজো ও পূজা চেরি ছোট বোন। আমার বোনগুলো সুন্দর, তাই আমিও সুন্দর।”
তারা সব সময় একে অপরের খোঁজখবর রাখেন বলেও জানান অভিনেত্রী। অপু জানান, “আমাদের ফোনে কথা হয়। ওরা সন্তান নিয়ে মাঝে মাঝে কিছু বিষয় বুঝে উঠতে পারে না। ওই সময় ওরা আমাকে ফোন করে জানতে চায়। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়, এ কারণে সম্পর্কটাও সুন্দর।”
কথাগুলো বলার সময় অপুর পাশেই ছিলেন পূজা। তিনি বলেন, “আমি অপুদির ছোট বোন। প্রথমবারের মতো আমরা একসঙ্গে ইন্টারভিউ দিচ্ছি আজ। আর আমি মনে করি, ঢালিউড কুইন একজনই। তিনি হচ্ছেন অপু বিশ্বাস।”
একই সাক্ষাৎকারে পূজাকে ‘একজন পরিপূর্ণ নায়িকা’ হিসেবে উল্লেখ করে তার ‘নূরজাহান’ সিনেমার অভিনয় নিয়েও প্রশংসা করেছেন অপু।
উল্লেখ্য, অভিনেতা শাকিব খানের সাবেক স্ত্রী অপু। এদিকে শাকিবের সাথে ইতোপূর্বে পূজার সম্পর্কের চর্চা রটেছিল। এই গুঞ্জনের বাস্তব সত্যতা পাওয়া না গেলেও বিষয়টি নিয়ে চর্চা হয়েছে অনেক। সেই চর্চার পর এবারই প্রথমবারের মত একসাথে দেখা গেলো দুই নায়িকাকে। তারা একত্রিত হয়েছিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের রিহার্সেলে।