সোলস ব্যান্ডদলের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে যে উৎসব চলছে, তার অংশ হিসেবেই ১৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নের উইলিয়ামস টাউন হলে মিউজিক্যাল নাইট অনুষ্ঠানে পারফর্ম করেন দলটি। এই কনসার্টেই ঘটে যায় এক দারুণ ঘটনা! প্রথমবারের মত মেলবোর্নবাসী সাক্ষী হয় গায়ক পার্থ বড়ুয়া ও তার কন্যা রূপা বড়ুয়াকে একসঙ্গে মঞ্চে গান গাইতে দেখার!
পার্থের কণ্ঠের জাদু কয়েক দশক থেকেই ছড়িয়ে আছে দর্শক ও শ্রোতাদের মাঝে। কিন্তু তার মেয়ের কণ্ঠের জাদুর স্পর্শ এবারই প্রথম।
১৬ সেপ্টেম্বর বাবা পার্থ যখন মঞ্চে গান গাচ্ছিলেন, মেলবোর্নে বসবাসকারী তার কন্যা রূপাও এসেছিলেন সেই কনসার্টে। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি উঠে পরেন মঞ্চে। একসাথে দাঁড়িয়ে বাবা-মেয়ে সুরে সুর মিলিয়ে হাজার হাজার শ্রোতাদের গেয়ে শোনান ‘রাত এখনো বাকি’। যার ফলে দর্শক ও শ্রোতারা এক দারুণ উপভোগ্য মুহূর্ত উপহার পান।
কন্যার সাথে গান গাওয়ার ব্যাপারে পার্থ বলেন, “রূপা মেলবোর্নে লেখাপড়া করে। মাঝে মধ্যে গান করে। আজকে সে আমাদের সঙ্গে গাইবে কল্পনা করিনি। এটা সত্যিই আমার জন্য অনেক স্পেশাল। দীর্ঘ সঙ্গীতজীবনে আজকের দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।”
শুধু পার্থই না, দর্শকের প্রতিক্রিয়া দেখেও বোঝাই যাচ্ছিলো মেলবোর্নবাসীর জন্যও এই দিনটি হয়ে থাকবে স্মরণীয়।
প্রসঙ্গত, সোলস ব্যান্ডের ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে গান গাওয়ার কথা রয়েছে। তারপর সেপ্টেম্বর মাসের শেষের দিকে পুরো টিম দেশে ফিরে আসবেন বলে জানা যায়।