২০২৫ সালের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি দেখা টিভি শো ও সিনেমার তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স। গত বৃহস্পতিবার ভিউয়ারশিপ প্রতিবেদনে জানানো হয়, বছরের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি দেখা হয়েছে ব্রিটিশ সিরিজ ‘অ্যাডলসেন্স’। সিনেমা ক্যাটাগরিতে সবচেয়ে বেশি দেখা হয়েছে জেমি ফক্স ও ক্যামেরন ডিয়াজ অভিনীত অ্যাকশন-কমেডি সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’।
নেটফ্লিক্স জানায়, জানুয়ারি থেকে জুন—এই সময়কালে নেটফ্লিক্স সদস্যরা কী দেখেছেন, তার ৯৯ শতাংশ তথ্যই ধরা হয়েছে এই সর্বশেষ এনগেজমেন্ট রিপোর্টে। এখানে ‘দেখা’র মানদণ্ড ধরা হয়েছে মোট দেখা সময়কে কনটেন্টের দৈর্ঘ্য দিয়ে ভাগ করে। প্রথমার্ধে নেটফ্লিক্সে বৈশ্বিকভাবে দেখা হয়েছে ৯৫ বিলিয়ন ঘণ্টা কনটেন্ট, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ বেশি।
নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী গ্রেগ পিটার্স বলেন, ‘প্রতিযোগিতা বেড়েও এই প্রবৃদ্ধি হয়েছে, আর ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে আরও শক্তিশালী লাইনআপ থাকায় ভিউ বাড়বে বলেও আশা করা যাচ্ছে।’
প্রতিবেদনে আরও জানানো হয়, মোট দেখার এক-তৃতীয়াংশই ছিল অ-ইংরেজি কনটেন্ট। বছরের প্রথমার্ধে শীর্ষ ২৫টির মধ্যে ১০টি সিরিজই ছিল ইংরেজি ছাড়া অন্য ভাষার।
টিভিতে সবার ওপরে ছিল দক্ষিণ কোরিয়ার সুপারহিট সিরিজ ‘স্কুইড গেম’, যার তিনটি মৌসুম মিলিয়ে দেখা হয়েছে ২৩১ মিলিয়ন বার। মাত্র চার দিন ‘স্কুইড গেম’-এর শেষ সিজন দেখা হয়েছে ৭২ মিলিয়ন বার, যা এককভাবে এই সময়ের তৃতীয় সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্ট। তবে পুরো তালিকার শীর্ষে আছে ‘অ্যাডলসেন্স’, যার ভিউ ১৪৫ মিলিয়ন।
অন্যান্য জনপ্রিয় ব্রিটিশ সিরিজের মধ্যে ছিল ‘মিসিং ইউ’ (৫৮ মিলিয়ন), ‘ব্ল্যাক মিরর ৭’ (৩১ মিলিয়ন) ও ‘ডিপার্টমেন্ট কিউ’ (২৫ মিলিয়ন)।
রবার্ট ডি নিরো অভিনীত লিমিটেড সিরিজ ‘জিরো ডে’ ৬৩ মিলিয়ন ভিউ নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। শিশুদের জন্য তৈরি ইউটিউবার র্যাচেল আকুরসোর ‘মিসেস র্যাচেল’ দেখেছেন ৫৩ মিলিয়ন দর্শক।
২০২৫ সালের প্রথম ছয় মাসে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ১০ সিরিজ
‘অ্যাডলসেন্স’, ‘স্কুইড গেম ২’ , ‘স্কুইড গেম ৩’ , ‘জিরো ডে’ , ‘মিসিং ইউ’ , ‘আমেরিকান মার্ডার: গ্যাবি পিটিতো’ , ‘মিসেস র্যাচেল’ , ‘সাইরেনস’ , ‘দ্য নাইট এজেন্ট ২’ এবং ‘জিনি অ্যান্ড জর্জিয়া ৩’।
২০২৫ সালের প্রথম ছয় মাসে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ১০ সিনেমা
‘ব্যাক অ্যাকশন’ , ‘টেইলর পেরিস স্ট্র’ , ‘দ্য লাইফ লিস্ট’ , ‘এক্সটেরিটোরিয়াল’ , ‘হ্যাভক’ , ‘দ্য সিক্রেট লাইফ অব পেটস ২’ , ‘দ্য ইলেকট্রিক স্টেট’ , ‘কাউন্টারঅ্যাটাক’ , ‘এড ভিটাম’ এবং ‘ডিসপিকেবল মি ৪’।