Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুলাই ১৩, ২০২৫

নির্মাতা ইংমার বার্গম্যানকে নাজি সমর্থক বললেন অভিনেতা স্টেলান স্কারসগার্ড

“বার্গম্যান কৌশলী ছিলেন। যুদ্ধের সময় তিনি একজন নাৎসি ছিলেন এবং হিটলারের মৃত্যুর সময় একমাত্র তাকেই আমি কাঁদতে দেখেছি।”

চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ‘কার্লোভি ভ্যারি’ ফিল্ম ফেস্টিভ্যালে কালজয়ী নির্মাতা ইংমার বার্গম্যানের সাথে কাজ করার বিষয়ে মুখ খুললেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অভিনেতা স্টেলান স্কারসগার্ড। স্টেলান বার্গম্যানকে একজন নাজি সমর্থক হিসেবে উপস্থাপন করেন সবার কাছে।

‘কার্লোভি ভ্যারি’ ফিল্ম ফেস্টিভ্যালে সুইডিশ এই অভিনেতা বলেন, “বার্গম্যানের সাথে আমার জটিল সম্পর্কের কারণ হল তিনি খুব ভালো মানুষ ছিলেন না। তিনি একজন ভালো পরিচালক ছিলেন, কিন্তু আপনি এখনও একজন ব্যক্তিকে একজন গাধা হিসেবে নিন্দা করতে পারেন। কারাভাজিও সম্ভবত একজন গাধাও ছিলেন, কিন্তু তিনি দুর্দান্ত ছবি আঁকেন।“

তিনি আরো বলেন, “বার্গম্যান কৌশলী ছিলেন। যুদ্ধের সময় তিনি একজন নাৎসি ছিলেন এবং হিটলারের মৃত্যুর সময় একমাত্র তাকেই আমি কাঁদতে দেখেছি।”

বার্গম্যানকে ক্ষমা করেছে দিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, “আমরা তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার মনে হয় অন্যদের প্রতি তার খুব দৃষ্টিভঙ্গি অদ্ভুত ছিল। তিনি ভাবতেন কিছু লোক উপযুক্ত নয়। আপনি এটা অনুভব করবেন, যখন দেখবেন তিনি অন্যদের কৌশলে ব্যবহার করছেন। তিনি (বার্গম্যান)  আসলে ভালো ছিলেন না।”  

স্কারসগার্ড এই উৎসবে সিনেমা “সেন্টিমেন্টাল ভ্যালু”কে উপস্থাপন এবং উৎসবে্র ক্রিস্টাল গ্লোব পুরষ্কার গ্রহণসূত্রে এসেছেন। আলোচনায় জোয়াকিম ট্রিয়ারের সর্বশেষ চলচ্চিত্র সেন্টিমেন্টাল ভ্যালু নিয়েও কথা বলেছেন।  

ইংমার বার্গম্যানের ‘দ্য সেভেন্থ সিল’ সিনেমার একটি দৃশ্য

তিনি বলেন, “আমি তাকে ও তার সাথে কাজ করা অভিনেতাদের সত্যিই দেখতে দেখেছি। দেখছি প্রতিটি ছবিতে সে আরও দক্ষ হয়ে উঠেছে এবং এই অভিনয় খুবই আনন্দদায়ক।”

স্কারসগার্ড তার ক্যারিয়ারের কিছু বড় চলচ্চিত্রের কথাও স্মরণ করেন উৎসবে এসে। বিশেষত, মিলান কুন্ডেরার লেখা উপন্যাস থেকে একই নামে বানানো সিনেমা “দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিইং”-এ অভিনয় করা জুলিয়েট বিনোশের চরিত্রের প্রশংসাও করেন। সিনেমায় জুলিয়েট পরোপকারী টমাসের (ড্যানিয়েল ডে-লুইস) সঙ্গীর ভূমিকায় অভিনয় করেছিলেন।

বিখ্যাত পরিচালক ইংমার বার্গম্যান ‘দ্য সেভেন্থ সিল’ (১৯৫৭), ‘ওয়াইল্ড স্ট্রবেরিস’ (১৯৫৭), ‘থ্রু আ গ্লাস ডার্কলি’ (১৯৬১), ‘উইন্টার লাইট (১৯৬১), ‘পারসোনা’র (১৯৬৬) মতো কালজয়ী সিনেমার নির্মাতা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইউরোপে পুরস্কার পেল দেশী সিনেমা ‘বালুর নগরীতে’

চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত হয়ে গেছে ইউরোপের অন্যতম গুরুত্বপুর্ণ চলচ্চিত্র উৎসব ‘কার্লোভি ভেরি’। এই উৎসবে পুরস্কার…

“‘অন্যদিন’..গোটা সিস্টেমের একটা মেটাফোরিক্যাল ক্রিটিক”

প্রায় দুই বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যদিন’। চলচ্চিত্রটি…

রেজাল্ট কাগজের টুকরা, তুমি মা-বাবার কলিজার টুকরা: জোভান

আজ বৃহস্পতিবার ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। এবারের…
Exit mobile version