কনসার্ট আয়োজন নিয়ে দর্শক ও শিল্পীদের বক্তব্য একই। কিছুদিন ধরে সংঘবদ্ধ কিছু ঘটনা প্রকাশিত হয়েছে বিভিন্ন কনসার্ট নিয়ে। টিকেট নকল, জোরপূর্বক প্রবেশ বা হলকেন্দ্রিক নিরাপত্তাহীনতা যেমন সামনে এসেছে, তেমনই যারা কনসার্ট আয়োজন করছেন তাদের পরিকল্পনাও প্রশ্নের সম্মুখীন হচ্ছে বারবার। কনসার্টের এই মৌসুমে অরগানাইজাররা কি আদৌ ভাবছেন এসব নিয়ে? চিত্রালীর রিপোর্ট কনসার্ট আয়োজনকেন্দ্র করে। কথা বলেছেন রাফা, এহসানুল হক টিটোসহ আরও অনেকে।
সিলভার প্লে-বাটন অর্জন করলো চিত্রালীর ইউটিউব চ্যানেল
দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন সংবাদমাধ্যম চিত্রালীর ইউটিউব চ্যানেল ‘চিত্রালী’ (Chitralee) ইউটিউব কর্তৃপক্ষ থেকে…