২১ আগস্ট ২০২৪। নায়করাজ রাজ্জাককে বিদায় জানানোর সাত বছর পূর্ণ হলো আজ। ২০১৭ সালের আজকের দিনে তিনি ওপারে পাড়ি জমালেও অনবদ্য কাজের মাধ্যমে তিনি বেঁচে আছেন বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে।
নানান আয়োজনে প্রতি বছর এই দিনে রাজ্জাককে স্মরণ করে থাকেন তার পরিবার। ২০২৪ সালেও এর ব্যতিক্রম নয়।
রাজ্জাকের ছোট ছেলে সম্রাটের কাছ থেকে জানা গেছে, এবছর তারা বনানী কবরস্থানে অভিনেতার কবর জিয়ারত তো করবেনই। পাশাপাশি বাসায় পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত ও দোয়া প্রার্থনা করা হবে। এছাড়াও বাসায় ও বাহিরে গরিব মানুষদের খাওয়ানোর আয়োজনও থাকবে।
বাবা রাজ্জাক প্রসঙ্গে সম্রাট জানান, ‘অন্য সবার কাছে বাবা ছিলেন চলচ্চিত্রের হিরো। কিন্তু তিনি আমাদের কাছে ছিলেন বাস্তব জীবনের নায়ক। ব্যক্তিজীবনে কত সংগ্রাম করে বাবা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সে গল্প বলে শেষ করা যাবে না। সেসব গল্প তিনি আমাদের বলতেন। কোনো জিনিসের প্রতি কারও যদি একাগ্রতা থাকে, তাহলে মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে, এটা বাবা প্রমাণ করে দেখিয়েছেন।’
দেশীয় চলচ্চিত্রশিল্পের ভিত তৈরি হয়েছে যে অভিনয়শিল্পীদের অবদানে, রাজ্জাক তাদের মাঝে অন্যতম। নায়ক থেকে তার নায়করাজ হওয়ার পথটা সহজ ছিল না।
ভারতের কলকাতা শহরের নাকতলায় ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন রাজ্জাক। তার বেড়ে ওঠাও সেখানেই। পরবর্তীকালে সালটা যখন ১৯৬৪, বাংলাদেশের স্বাধীনতার আগে ভারত ছেড়ে স্ত্রী লক্ষ্মী ও সন্তান বাপ্পারাজকে নিয়ে ঢাকা চলে আসেন তিনি। ১৯৬৬ সালে ‘বেহুলা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে সকলের নজর কাড়েন তিনি। এরপর তিনি আর থেমে থাকেননি।
চার দশকের অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে সেলুলয়েডের পর্দায় দ্যুতি ছড়িয়েছেন নায়করাজ।