নিজের কথা রাখলেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। ৪ জানুয়ারি সন্ধ্যায়, নিজের বিয়ের খবরে সীলমোহর দিয়ে নববধু মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সাথে ছবি প্রকাশ্যে আনলেন তিনি।
বিয়ে প্রসঙ্গে শনিবার (৪ জানুয়ারি) সকালেই তাহসান জানিয়েছিলেন, সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। সেই কথা অনুযায়ী এদিন সন্ধ্যায় স্ত্রীর হাতে হাত রেখে তোলা একটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে হালকা গহনার সঙ্গে শাড়ি পরেছেন তাহসান পত্নী রোজা আহমেদ আর তার সাথে ম্যাচিং করা পাঞ্জাবি পরেছে তাহসান। দুজনের মুখের হাসি বলে দিচ্ছে, সময়টা দারুণ কাটছে তাদের।
ছবির ক্যাপশনে তাহসান গানের চারটি লাইন যুক্ত করে দিয়েছেন-
‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’
পোস্টে ভালোবাসার ইমোজির সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন #homeforlife.
তাহসানের সেই ফেসবুক পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মাত্র ১৩ মিনিটে ১ লাখ ৭৩ হাজার রিয়েকশন পড়েছে তাহসানের স্ত্রীর সঙ্গে তোলা সেই ছবিতে। আর প্রায় ১ লাখ ৬০ হাজার রিয়্যাকশান পড়েছে। এই অল্প সময়ের মধ্যে মন্তব্যের ঘরে মতামত জানিয়েছিল প্রায় ২১ হাজার ভক্ত অনুরাগী।
উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান।২০১৭ সালের ২০শে জুলাই তাহসান মিথিলার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর ৮ বছর একা ছিলেন তাহসান। অবশেষে একাকিত্ব ঘুচিয়ে দ্বিতীয় বিয়ে করলেন তাহসান। তাহসান রোজার নতুন সংসার যেন সুন্দর হয় ভক্তদের এতটুকুই প্রত্যাশা।