সাল ২০২৫ শুরুর সাথে সাথেই ভক্তদের দারুণ এক সুখবর দিলেন টালিউড অভিনেতা দেব অধিকারী। নতুন বছরের পয়লা দিনেই ঘোষণা দিলেন ‘রঘু ডাকাত’ হয়ে এই বছরেই আসছেন তিনি।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ১ জানুয়ারি ‘রঘু ডাকাত’ সিনেমার পোস্টার শেয়ার করেছেন অভিনেতা দেব নিজেই। তাতে দেখা যায়, ‘রঘু ডাকাত’ রূপে ধরা দিয়েছেন দেব। চাদরে মোড়া মাথা, খানিকটা খোলা রয়েছে চেহারা। সেই ফাঁকে জ্বলজ্বল করছে তার দুই চোখ। নজরে এসেছে কপালে আঁকা চওড়া রক্তবর্ণের টিকা। ছবির পোস্টারের ওপরেই গোটা গোটা অক্ষরে লেখা ২০২৫-এর পূজায় বড়পর্দায় আসছে ‘রঘু ডাকাত’।
‘খাদান’ দিয়ে প্রেক্ষাগৃহে চল মান দাপটের মাঝেই দেবের এই লুক দেখে রীতিমতো চমকে গেছেন তার অনুরাগীরা। অনেকে মন্তব্যও করেছেন, ‘ভয় পাইয়ে দিয়েছেন’। আরেক নেটিজেনের মন্তব্য, ‘রাতে হঠাৎ করে এই ছবি দেখলে যে কেউ ভয় পাবে।’
উল্লেখ্য, ২০২১ সালে ধ্রুব পরিচালিত এবং দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবিটি দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল। তারপর সেই বছরেই ঘোষণা হয়েছিল ‘রঘু ডাকাত’-এর। অবশ্য কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে শ্যুটিং শুরু করা যায়নি।