বলিউডে অভিষেক হওয়ার আগেই অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যা শোরা। সম্প্রতি নওয়াজুদ্দিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের অডিশনের একটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখে মুহূর্তেই দর্শকদের প্রশংসার ঝড় বয়ে গেছে।
ভিডিওতে শোরা ইংরেজিতে ডায়ালগ বলছেন, যা কমেন্ট বক্সে একের পর এক প্রশংসাসূচক মন্তব্য তুলে এনেছে। একজন লিখেছেন, “মনকে মুগ্ধ করে দিলো।” আরেকজন মন্তব্য করেছেন, “অসাধারণ অভিনয়!” কেউ বলছেন, “নিশ্চয়ই বলিউডে নিজের জায়গা করে নেবে নওয়াজের মেয়ে’। অন্যজন বলছেন, “বাবার মতোই গুণে পূর্ণ, গর্বিত হওয়ার বিষয় সত্যিই।“
গত বছর এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন শোরার প্রতি তার অভিনয়ের আগ্রহের প্রসঙ্গ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, “আমার মেয়ে এখনই অভিনয়ের পাঠ নিতে শুরু করেছে। সে নিজে পারফর্মিং আর্টস ফ্যাকাল্টিতে গিয়ে শিক্ষককে অনুরোধ করেছে, সে অভিনয় শিখতে চায়’।
ভারতীয় সংবাদমাধ্যম “হিন্দুস্তান টাইমস”-কে দেয়া সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন সিদ্দিকী জানিয়েছিলেন, “আমি বিশ্বাস করি না, আমার যা শিখতে হয়েছে, আমার বাচ্চাকেও তা করতে হবে। আমার ছেলে-মেয়ের ওপর আমি কোনো চাপ তৈরি করতে চাই না। আমার নিজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা ভিন্ন, তাই ওর নিজস্ব ভাবনা ও জীবন উপলব্ধি থাকা জরুরি।”
শোরা এখন লন্ডনে অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন, যা ভবিষ্যতে তাঁর অভিনয় ক্যারিয়ারে শক্ত ভীত তৈরি করবে বলে অনেকের বিশ্বাস