চলে গেলেন বলিউডের ‘ধুম’ সিনেমার নির্মাতা সঞ্জয় গাধভি। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৭ বছর বয়সে মৃত্যু হয়েছে তার।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মত ১৯ নভেম্বর সকালেও সঞ্জয় গিয়েছিলেন মর্নিং ওয়াকে। এরপর তিনি হঠাৎ-ই ঘামতে শুরু করেন এবং অসুস্থ হয়ে পড়েন। যার কারণে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের ককিলাবেন হাসপাতালে। সেখানের দায়িত্বরত চিকিৎসকরা তখন এই পরিচালককে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান- সকালে হাঁটতে গিয়েই সঞ্জয় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরিচালকের মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন প্রযোজক বনি কাপুর। বনি জানান, “সকাল ৮.৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঞ্জয়।”
বলিউডের সর্বকালের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’। এই সিরিজের প্রথম দুইটি সিনেমা- ‘ধুম’ ও ‘ধুম টু’ বড় পর্দায় এসেছে পরিচালক সঞ্জয়ের হাত ধরেই। ‘ধুম’ ছবি থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সিনেমায় সংশ্লিষ্ট অভিনয়শিল্পী অভিষেক বচ্চন, জন আব্রাহাম, উদয় চোপড়া ও রিমি সেনের মত তারকারা। ‘ধুম টু’ দিয়ে এরপর তালিকায় আরও যোগ হয় হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাইয়ের মত তারকাদের নাম। এই সিক্যুয়েল দিয়ে এরপর সিরিজের জনপ্রিয়তা অন্য উচ্চতায় পৌঁছে যায়। সঞ্জয়ের নিপুণ দক্ষতার কারণেই যা সম্ভব হয়েছে।
সঞ্জয় গাধভি ২০০১ সালে পরিচালক হিসেবে বলিউডের সফর শুরু করেছিলেন ‘তেরে লিয়ে’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি দর্শকদের নজরে আসেন ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ ছবি দিয়ে। পরবর্তীতে ‘ধুম’ সিরিজের দুইটি ছবিতে পরিচালনার কাজ করে তিনি মন জয় করে নেন সবার।
তাইতো, মাত্র ৫৭ বছর বয়সে পরিচালককে হারিয়ে থমকে আছে বলিউডের গোটা সিনেমা পাড়া।
সূত্র: হিন্দুস্তান টাইমস