দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে প্রদর্শিত হতে যাচ্ছে ‘বলী- দ্য রেসলার’।
আগামী ১১ জানুয়ারি শুরু হওয়া সাতদিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবের সমাপনীর দিনে ‘বলী’ প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানিয়েছেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, বলী, দ্য রেসলার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। এই ছবিটি আমাদের দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দৃঢ় মনোভাবের প্রতিনিধিত্বও করে।‘
উল্লেখ্য, ২০২৩ সালে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ বুসান চলচিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘নিউ কারেন্টস’ পুরস্কার জেতে ‘বলী- দ্য রেসলার’। সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দীন খান, এ কে এম ইতমাম, প্রিয়াম, এনজেল নুর, তাহাদিল আহমেদ, প্রাংগন শুভ, তানভীর আহমেদ।