এ বছরের ৮ মে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। একগুচ্ছ তারকা অভিনয়শিল্পী নিয়ে সিরিজটি নির্মাণ করেছেন আসিফ চৌধুরী। প্রেম, প্রতিশোধ আর বন্ধুত্বের গল্পের পাশাপাশি যে জিনিসটি দর্শকদের নজর কেড়েছে তা হল অস্ত্রের দোকান। বাংলাদেশের শোবিজ জগতে সিনেমা, নাটক কিংবা ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজগুলোতে বাস্তবিক অস্ত্রের দোকান আগে কখনো দেখা যায়নি।
সিরিজের গল্পে দেখা যায়, সেন্টু নামের একজন প্রায়ই এক বন্দুকের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বন্ধুকগুলো। বিষয়টি নজরে আসে দোকানের কর্মচারীর আর জে রাব্বীর। একদিন সে সেন্টুকে জিজ্ঞেস করে, সে কেন প্রতিদিন বন্ধুকের দোকানের সামনে এসে দাঁড়িয়ে থাকে। এই প্রশ্নে সেন্টুকে বলতে শোনা যায়, তার বন্ধুক কেনার খুব ইচ্ছে। কেন জানতে চাইলে সেন্টু বলে সে বন্ধুক কিনে তার বাবাকে গুলি করে মারবে। আর গল্পের এই সুত্রেই বারবার দেখানো হয় গানশপ।
সিরিজে কেন অস্ত্রের দোকান দেখানো হয়েছে জানতে চাইলে নির্মাতা আসিফ চৌধুরী বলেন, “আমি দর্শকদের নতুন কিছু দেখাতে চেয়েছি, যা আগে কখনো দেখানো হয়নি। সেই ইচ্ছাসূত্রেই গল্পটিতে অস্ত্রের দোকানের প্রসঙ্গ আনা হয়েছে।“
গানশপ দেখানোর ক্ষেত্রে কোন আইনী জটিলতার মুখোমুখি পড়তে হয়েছিল কিনা জনাতে চাইলে নির্মাতা বলেন, ‘’ না, কোন আইনী জটিলতা ছিল না তবে যথাযথ কতৃপক্ষের অনুমতি আমরা আগেই নিয়েই রেখে ছিলাম।“
‘ফ্যাঁকড়া’ সিরিজের চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ ও আহাম্মদ সাদ। এতে অভিনয় করেছেন তারকা অভিনেতা শ্যামল মাওলা ও নিশাত প্রিয়ম। আরো ছিলেন অভিনেত্রী নিদ্রা দে নেহা, পার্থ শেখ, মীর রাব্বি, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপন প্রমুখ।