২ জানুয়ারি সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘বাঘা যতীন’ নির্মাতা অরুণ রায়। দীর্ঘ দিন ক্যানসারের পাশাপাশি কিছুদিন আগেই ফুসফুসে সংক্রমণ নিয়ে কলকাতার আরজি কর হাসপাতালে ভর্তি ছিলেন নির্মাতা। কিন্তু শেষ রক্ষা হলো না।
ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের খবরে, ফুসফুসে সংক্রমণের কারণে আরজি কর হাসপাতালের আইসি ইউ তে বাইপ্যাপ সাপোর্টে ছিলেন নির্মাতা অরুণ। বিগত কিছুদিন নির্মাতার অবস্থা আরও খারাপের দিকে যেতে শুরু করে। চিকিৎসকের বরাতে গণমাধ্যমটি আরও জানিয়েছে, ক্যানসারের যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না অরুণ রায়। অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গিয়েছিল। ফলে, ফুসফুসে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, দেব অভিনীত ‘বাঘা যতীন’ সিনেমার শুটিংয়ের সময় ক্যানসার ধরা পড়ে পরিচালক অরুণ রায়ের। তবে এ জন্য সিনেমার কাজ বন্ধ রাখেননি তিনি। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে তার। অসুস্থতা নিয়েই সিনেমার শুটিং শেষ করেছিলেন এ নির্মাতা। শুধুই ‘বাঘা যতীন’ নয়, শেষ করেন ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমার কাজও। অরুণ রায় পরিচালিত আরও উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘এগারো’, ‘৮ / ১২ বিনয়-বাদল-দীনেশ’। তার মৃত্যুতে টালিগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।