অন্যায়ের বিরুদ্ধে গানে-কবিতায় সব সময় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও গেয়েছেন ‘ভয় বাংলায়’ নামে গান। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে গানে বাঁধলেন জুলাইয়ের গল্প।
মঙ্গলবার ১৫ জুলাই ফারজানা ওয়াহিদ সায়ানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’ শিরোনামের গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি লিখেছেন ও সুর করেছেন সায়ান। সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। গানের অ্যানিমেশন ভিডিও বানিয়েছেন সুরঞ্জিত কুমার রক্ষিত।
নতুন এই গান নিয়ে ফারজানা ওয়াহিদ সায়ান বলেন, ‘২০২৪-এর জুলাই-আগস্টে ঘটে যাওয়া ৩৬ দিনের এক অপূর্ব, অসামান্য, অপরূপ ও ভয়ংকর রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসের ঘাড়ে অশুভ দৈত্যের মতো চেপে বসা এক স্বৈরশক্তির পতন ঘটে। এই লড়াই ছিল স্বৈর-দুঃশাসনের বিরুদ্ধে। এই মাটিতে প্রায় দেড় দশক ধরে বিচ্ছিন্নভাবে চলতে থাকা হাজারো লড়াই-সংগ্রাম শেষে একতাবদ্ধ জনতার এক অভূতপূর্ব বিজয়, এবং ক্ষমতালোভী শাসকগোষ্ঠীর নির্মম পরাজয় নিরস্ত্র জনতার কাছে।’
আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু গানটি সায়ান নিবেদন করেছেন প্রতিরোধে বিশ্বাস করা পৃথিবীর সব সংগ্রামী মানুষকে। সায়ান বলেন, ‘এই গান মানুষের বিজয়ের সেই জুলাইয়ের গল্প। এই গান উৎসর্গ করি পৃথিবীর সব মাটিতে আন্দোলন-সংগ্রামরত সব লড়াকু প্রাণকে, যারা আস্থা রাখে মানুষের প্রতিরোধের শক্তিতে। যারা নিপীড়ক ও যেকোনো শক্তির দাম্ভিক দমনপ্রবণতার বিপরীতে প্রাণ দিতে হলেও কোনোমতেই এই বিশ্বাস থেকে নড়ে না যে, একদিন মানুষের জয় হবে। আমি মাটি ও মানুষের শক্তিতে বিশ্বাস করি। এই গান নিবেদন করি প্রতিরোধে বিশ্বাস করা সব মানুষকে, যারা আগামী দিনের লড়াই লড়বে তুমুল উদ্যমে।’