সুদীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে নতুন করে ফিরছে নব্বইয়ের দশকের জনপ্রিয় রক ব্যান্ড লিনকিন পার্ক। ৬ সেপ্টেম্বর লাইভস্ট্রিমিংয়ের নিজেদের ফেরার কথা নিশ্চিত করে দলটি।
শুরুর দিকে লিনকিন পার্কের নাম ছিল জিরো। সেখান থেকে এ পর্যন্ত ব্যান্ডটির বৈচিত্র্যময় যাত্রাকে স্মরণে রেখে নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে ‘ফ্রম জিরো’, প্রকাশ পাবে ১৫ নভেম্বর। প্রত্যাবর্তনের ঘোষণার দিন প্রকাশ করা হয়েছে এ অ্যালবামের প্রথম গান ‘দ্য এমটিনেস মেশিন’।
এবার ব্যান্ডটির পুরোনো সদস্যদের পাশাপাশি তাদের সাথে যুক্ত হয়েছে নতুন মুখ—এমিলি আর্মস্ট্রং ও কলিন ব্রিটেন।
২০০০ সালে লিনকিন তাদের প্রথম অ্যালবাম ‘হাইব্রিড থিওরি’ প্রকাশের পর আলোড়ন পড়ে যায় দিকে দিকে। বিশ্বের প্রভাবশালী জনপ্রিয় ব্যান্ড লিনকিন পার্কের ভাঙন ধরে ২০১৭ সালে, দলটির লিড ভোকালিস্ট চেস্টার বেনিংটনের মৃত্যুর পর।
সবশেষ অ্যালবাম ‘ওয়ান মোর লাইট’ প্রকাশের দুই মাসের মাথায় আত্মহত্যা করেন ব্যান্ডটির গায়ক চেস্টার বেনিংটন। মাত্র ৪১ বছর বয়সে তার আকস্মিক বিদায় ভেঙেচুরে দেয় লিনকিন পার্ককে। ২০১৭ থেকে ২০২৪—এই সাত বছর বন্ধ ছিল ব্যান্ডটির কার্যক্রম। এ সময় কয়েকটি পুরোনো গান নতুন করে প্রকাশ করা ছাড়া কোনো কিছুতে পাওয়া যায়নি লিনকিন পার্ককে। সঙ্গী হারানোর শোক পেরিয়ে দীর্ঘ বছর পর আবার মঞ্চে দেখা দিলেন মাইক শিনোডা, ব্র্যাড ডেলসন, জো হ্যান, ডেভ ফ্যারেলরা।
উল্লেখ্য, ফ্রম জিরো অ্যালবাম প্রকাশ উপলক্ষে একই শিরোনামে সংগীতসফর করবে লিনকিন পার্ক। লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, হামবুর্গ, লন্ডন, সিউল ও কলম্বিয়ায় আয়োজিত পাঁচটি শোতে পারফর্ম করবে তারা।