Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

দীর্ঘদিন পর বাংলা গানে ফিরছেন আশা, সঙ্গী সনু

সংগীতশিল্পী সনু নিগম ও আশা ভোঁসলে | ছবি: আনন্দবাজার

কিংবদন্তি ভারতীয় কণ্ঠশিল্পী আশা ভোঁসলে। দীর্ঘ বিরতির পর ফের বাংলা গান রেকর্ড করেছেন তিনি।  সঙ্গীত পরিচালক মনোজিৎ গোস্বামীর কথায় একটি সিনেমার মোট তিনটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী আশা তার মাঝে দুটি দ্বৈত গানে তার সাথে কণ্ঠ মিলিয়েছে ভারতের আরেক গুণী সংগীতশিল্পী সনু নিগম।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে্‌ ৯০ বছর বয়সী আশা ভোঁসলেকে গানের জন্য রাজি করাতে গীতিকার মনোজিতের সময় লেগেছিল ছয় মাস। এই প্রসঙ্গে আনন্দবাজারকে মনোজিৎ জানিয়েছেন, ‘২০১৩ সালে ওর সঙ্গে প্রথম কাজ। আট-দশটা কাজ করার সৌভাগ্য হয়েছে।দিদির শরীর ভাল নেই, কিন্তু উনি তার পরেও যে রাজি হয়েছেন, সেটা আমার পরম প্রাপ্তি।’

গীতিকার আরও জানিয়েছেন, ‘এর আগে এ রকম ঘটনা ঘটেছে কি না আমার জানা নেই। তবে এটি দিদির অনুরাগীদের জন্য একটা বড় চমক হতে চলেছে। পাশাপাশি বাংলা গানে আশা-সোনু ডুয়েটও আনকোরা।’

মনোজিতের কথায়, ‘আমরা চাই দিদিই এই গান শ্রোতাদের কাছে প্রথম বার তুলে ধরুন। অর্থাৎ উদ্বোধন বলতে চাইছি। অবশ্য সবটাই নির্ভর করছে তার শারীরিক সুস্থতার উপর।’

চলতি মাসেই মুম্বাইয়ে পঞ্চম স্টুডিও-তে গানগুলি রেকর্ড করেছেন কণ্ঠশিল্পী আশা । সময় নিয়েছেন দু’দিন। তবে কোন সিনেমায় গানগুলি ব্যবহার করা হবে, সে প্রসঙ্গে এখনই কোনও তথ্য দিতে নারাজ মনোজিৎ। শুধু জানিয়েছেন ২০২৫ সালে মুক্তির আশায় থাকা একটি সিনেমার জন্য গান রেকর্ড করেছেন আশা-সনু জুটি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রতি পদে পদে আপনাকে অনুভব করি: শাকিব খান

২০১৭ সালের ২১ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক। আজ তার চলে যাওয়ার ৮ বছর পূর্ণ হল। আজ নায়করাজকে…

নায়িকা নয়, নিজেকে অভিনেত্রী মনে করি- নাজিফা তুষি  

‘হাওয়া’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমার পর…

পুরস্কার তুলতে এক হাতই যথেষ্ট- শাহরুখ খান

গতকাল বুধবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে মুক্তি পেয়েছে আরিয়ানের প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’য়ের প্রথম টিজার।…
Exit mobile version