কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের আনা অনৈতিক প্রস্তাবের অভিযোগকে জোকস বলে উড়িয়ে দিলেন চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু।
কামরুজ্জামান রোমান পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি ‘লিপস্টিক’এ অভিনেতা আদর আজাদের বিপরীতে অভিনয় করার কথা ছিল দর্শনার। ২০ জুলাই ঢাকা ও ভোলাতে ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও ২০ জুন জানা যায় নায়িকা পরিবর্তনের কথা।
দর্শনার বদলে সিনেমাটির নায়িকা হিসেবে সামনে আসে বাংলাদেশি অভিনেত্রী পূজা চেরী রায়ের নাম।
সিনেমাটিতে নায়িকা বদলের কথা ওঠার পরপরই দর্শনা ছবিটির চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবুর বিরুদ্ধে ‘অনৈতিক প্রস্তাব’ আনার অভিযোগ নিয়ে গণমাধ্যমে হাজির হন।
দর্শনার মতে, কয়েক মাস আগে সিনেমাটির জন্য মৌখিকভাবে নেওয়া হলেও মে মাসের শেষের দিকে কলকাতায় এসে তাকে সাইন করার কথা ছিল নির্মাতাদের। ২৮ মে আপডেট জানতে দর্শনা মেসেজ দিলে বাবু তাকে প্রযোজকের পক্ষ থেকে রিসোর্টে যাওয়ার প্রস্তাব দেন। প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার কারণেই ছবিটি থেকে বাদ পড়েছেন বলে জানান অভিনেত্রী।
তবে এ সম্পর্কে আব্দুল্লাহ জহির বাবুর কাছ থেকে শোনা গেল ভিন্ন বক্তব্য।
২৩ জুন তিনি গণমাধ্যমে এসে জানান, অভিনেত্রীর সাথে ঐ কথাটি ‘জোকস’ হিসেবে বলেছিলেন বাবু। বাংলাদেশ ব্যাংকে ডলার সঙ্কট থাকায় বিদেশি কোনো শিল্পীকে দেশে এনে পারিশ্রমিক দিতে বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠানো সম্ভব নয় বলে অভিনেত্রীকে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান বাবু।
বাবু আরও বলেন, লিপস্টিকের প্রযোজনা প্রতিষ্ঠান স্মার্ট মাল্টিমিডিয়া অভিনেত্রীকে নিয়ে আরেকটি ছবি করবে বলে তাকে এ সম্পর্কে কিছু জানানো হয়নি।
শাকিব খানের বিপরীতে দর্শনাকে ‘অন্তরাত্মা’ ছবিতে থাকার কথা রয়েছে।