Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

ঢাকায় শুরু হচ্ছে ১৪ দিনব্যাপী নাট্য উৎসব

গত জানুয়ারী মাসে গঠিত হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য পরিষদ’। ঢাকার থিয়েটার চর্চায় গতি আনতে, দর্শককে থিয়েটারমুখী করতে এবং নাট্যদল ও নাট্যকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে, ঢাকা মহানগরীর ৭১টি নাট্যসংগঠন নিয়ে গড়ে উঠেছে সংগঠনটি। ১৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শুরু হবে এ উৎসব।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে ১৪ দিনব্যাপী আয়োজন করা হচ্ছে ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’। এতে অংশ নেবে আরণ্যক, থিয়েটার, নাট্যকেন্দ্র, অনুস্বর, ঢাকা থিয়েটার, প্রাচ্যনাট, আগন্তুকসহ ঢাকার মঞ্চের এক ডজনের বেশি নাট্যদল।

জানা গেছে, ঢাকা মহানগর নাট্যোৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে থিয়েটারের প্রশংসিত প্রযোজনা ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।

১৬ ফেব্রুয়ারি থাকছে লোক নাট্যদলের (বনানী) ‘কঞ্জুস’, ১৭ ফেব্রুয়ারি থিয়েটার আর্ট ইউনিটের ‘বলয়, ১৮ ফেব্রুয়ারি নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ, ১৯ ফেব্রুয়ারি অনুস্বরের ‘হার্মাসিস ক্লিওপেট্রা’, ২০ ফেব্রুয়ারি ঢাকা থিয়েটার মঞ্চের ‘ঘরজামাই’, ২১ ফেব্রুয়ারি দেখা যাবে প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’।

এছাড়া ২২ ফেব্রুয়ারি ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’, ২৩ ফেব্রুয়ারি শৌখিন থিয়েটারের ‘অন্তরালের আয়না’, ২৪ ফেব্রুয়ারি নাট্যপালার ‘বাঘ’, ২৫ ফেব্রুয়ারি আরণ্যক নাট্যদলের ‘ময়ূর সিংহাসন’, ২৬ ফেব্রুয়ারি আগন্তুকের ‘অন্ধকারে মিথেন’, ২৭ ফেব্রুয়ারি পদাতিক নাট্য সংসদ টিএসসির প্রযোজনা ‘গুণজান বিবির পালা’ এবং উৎসবের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘শেষের কবিতা’।

এ উৎসবের লক্ষ্য শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন, মহিলা সমিতি মিলনায়তন, জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রসহ ঢাকার মঞ্চগুলোকে থিয়েটারবান্ধব করে তোলা এবং দর্শকদের উপস্থিতি বাড়ানো বলে জানিয়েছেন আয়োজকেরা।

ফেব্রুয়ারিতে প্রথম পর্যায়ের উৎসবের পর ৭১টি নাট্যদল তাদের ৭১টি নাটক নিয়ে পর্যায়ক্রমে আরও পাঁচটি মিলনায়তনে উৎসবের আয়োজন করবে। উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়ন হবে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেমন করলো ঈদের সিনেমার পার্শ্বচরিত্র জিল্লু ও অন্যরা

সিনেমার সৌন্দয্য বিকাশে নায়ক-নায়িকার বাহিরেও বেশ গুরুত্ববহন করেন পার্শ্বচরিত্রের অভিনেতা-অভিনেত্রীরা।…

এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে- সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

আজ বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ বাংলা নববর্ষ । এবারের উৎসবে বেশ আনন্দ উদ্দীপনা নিয়ে পালিত হচ্ছে দিনটি। দিনটি…
Exit mobile version