দেশের বর্তমান পরিস্থিতি সামাল দিতে জরুরী ভিত্তিতে গঠন করা হচ্ছে অন্তবর্তীকালীন সরকার, যার প্রধান হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দিয়েছেন কিছু পরামর্শও।
পুড়িয়ে ফেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর বা ৩২ নম্বরের বাড়িটি নিয়ে মর্মাহত নির্মাতা ফারুকী, ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লেখেন, ‘আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথম কাজ হবে ৩২ নম্বরের বাড়ির পুনর্বাসনের কাজ শুরু করা। এই বাড়িকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের উচিত হবে নিজেই বাড়িটা ভিজিট করা। তিনি এই বাড়ি ভিজিট করলে একটা সিগনিফিকেন্স তৈরি হবে, একটা বার্তা দেবে।’
পাশাপাশি দেশে আরও যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসবও সংস্কারের পরামর্শ দিয়েছেন ফারুকী। সে প্রসঙ্গে তিনি আরও লিখেছেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এগুলো সব ঠিকঠাক করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।’
ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, সে প্রসঙ্গে একবাক্যে একটি ইঙ্গিতপূর্ণ প্রত্যাশার কথা জানিয়েছেন ফারুকী। তিনি লিখেছেন, ‘বাংলাদেশে মন্দির থাকবে, মসজিদ থাকবে, প্যাগোডা থাকবে, গির্জা থাকবে, বোরকা থাকবে, জিনস থাকবে। সবকিছুই থাকবে বহুজনের এই সমাজে।’
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত সর্বশেষ সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ মুক্তি পায় গেল বছর অর্থাৎ ২০২৩ সালে। সেখানে প্রথমবারের মতো অভিনয়ও করেন তিনি।