বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদী নির্বাচনে সম্পাদক পদে বিজয়ী মনোয়ার হোসেন ডিপজলকে তার পদে না বসার নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তেরও নির্দেশনা জারি হয়েছে।
২০ মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ থেকে এই আদেশ দেয়া হয়।
২০২৪ সালের ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। এরপর ফলাফল ঘোষণা করা হয় ২০ এপ্রিল। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এতে নতুন সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে জয়ী হন ডিপজল।
উৎসবমুখর পরিবেশে দিনভর ভোটগ্রহণ চলে। ৫৭০ জন ভোটারের মাঝে ভোট দিয়েছেন ৪৭৫ জন। নির্বাচন শেষে নিপুণকে দেখা গিয়েছিল বিজয়ী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালা পরাতেও।
তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক মাস চলে গেলেও বিষয়টি আবারও চর্চায় আসে সম্প্রতি। কেননা, ১৫ মে অভিনেত্রী নিপুণ শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচিত প্যানেলের ফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন।
বর্তমানে নিপুণ আমেরিকায় অবস্থান করছেন বলে জানা গেছে। তার পক্ষে এ রিট দায়ের করেছিলেন আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়।