১ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির অশোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
ভারতে ‘গুড্ডা’ নামেই পরিচিত ছিলেন ডিজাইনার রোহিত। ফ্যাশন ডিজাইন কাউন্সিল তার মৃ’ত্যুতে শোক জানিয়ে ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে লিখেছে, ‘শান্তিতে থেকো গুড্ডা। তুমি একজন লেজেন্ড ছিলে।’
কাশ্মীরের শ্রীনগরে জন্ম নেওয়া রোহিত ক্যারিয়ার শুরু করেন ১৯৮৬ সালে। এর পরে কয়েক দশকে ভারতীয় ফ্যাশন শিল্পে অন্যতম নাম হয়ে ওঠেন রোহিত। বছরখানেক ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন এই ফ্যাশন ডিজাইনার। সপ্তাহ খানেক আগে অশোক হাসপাতালের আইসিইউতেও ছিলেন তিনি। মাঝে কিছুটা সুস্থ হলে রোহিতকে গত বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিছুদিন আগেই তিনি ল্যাকমে ফ্যাশন উইকে নিজের নতুন ফ্যাশন তুলে ধরেছিলেন। হেঁটেছিলেন অনন্যা পান্ডের সঙ্গেও।
২০০৬ সালে ‘ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ডস’ এবং ২০১২ সালে ‘ল্যাকমে ফ্যাশন উইকে’ও পুরস্কৃত হন রোহিত। ভারতের ফ্যাশনপ্রেমীদের কাছে তাকে অনুপ্রেরণা বলা হয়।