চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৯ এপ্রিল। নির্বাচনের এক মাস চলে গেলেও ঘটনাবহুল এই নির্বাচনের রেশ কাটেনি এখনও। কেননা, সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচিত প্যানেলের ফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। এরপর থেকে আবারও নাটকীয়তা!
১৫ মে আদালতে নায়িকা রিট আবেদন করার পর থেকে বেশ সরব হয়েছেন বিজয়ী মিশা সওদাগর ও ডিপজলকে নিয়ে। এরপর ১৬ মে সমিতির কার্যকরী সভা শেষে সংগঠনের সহ-সভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব নিপুণের সদস্য পদ বাতিলের কথা বললে নিপুণ এই অভিনেতার বিরুদ্ধেও ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
বর্তমানে আমেরিকায় আছেন নিপুণ। সেখান থেকেই তিনি জানান, ‘বিষয়টি যেহেতু আদালতে উঠেছে, সেখানেই দেখা যাবে এটা নাটকীয় না রিয়েলিটি।’
সদস্য পদ বাতিল প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সদস্যপদের সঙ্গে কোর্টের কোনো সম্পর্ক নেই। রিট যেহেতু করেছি, ওনাদের কোর্টে আসতেই হবে। আর তিনি যদি সদস্যপদ খারিজ করতেই চায়, তাহলে সেটার জন্যও কোর্ট রয়েছে। দেশে তো আইন রয়েছে।’
এছাড়াও ডিএ তায়েবকে নিয়ে নিপুণ বলেন, ‘ডিএ তায়েবের মতো একদমই ফ্রি লোক না আমি। তিনি কি অভিনেতা, একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, তার কোনো সিনেমা ব্লকবাস্টার? তিনি কি বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনে নিজের নাম নক্ষত্রের সঙ্গে লিখেছেন—তার কাছে আমার প্রশ্ন রইল। আর তিনি আমাকে নিয়ে যেটি বলেছেন, আমার মানসিক সমস্যা রয়েছে। সেটার জন্য আমি দেশে আসার পর তার নামে সাইবার ক্রাইমে মামলা করব।’
অপরদিকে কিছুদিন আগে মিশা-ডিপজলকে নিয়েও মন্তব্য করেছিলেন নিপুণ। অভিনেত্রী বলেছিলেন, ‘মিশা-ডিপজল দুজনেই মূর্খ। তাদের সঙ্গে কথা বলার কোনো ধরনের ইচ্ছাই আমার নেই। তাছাড়া মিশা ভাই তো ভীষণ মিথ্যুক একজন মানুষ। তাদের সঙ্গে এখন এই বিষয়ে আইনজীবীর মাধ্যমে কথা হবে। এটাই সবচেয়ে ভালো উপায়।’
নিপুণের সাথে মিশা ও ডিপজল অভদ্র ব্যবহার করেছে বলেও অভিযোগ করেছেন নিপুণ।