হলিউড ইন্ডাস্ট্রির সোনালী দিন ফেরাতে আমেরিকায় আমদানীকৃত সকল আন্তর্জাতিক সিনেমার উপরে ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আর এই খবরে হুমকির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশি সিনেমা। কারণ যুক্তরাষ্ট্রের বাজার বাংলা সিনেমার অন্যতম ব্যাবসা সফল এলাকা।
দেশিয় সিনেমা ‘হাওয়া’ এরপর ‘পরাণ’ ও ‘প্রিয়তমা’ বেশ ভালো ব্যবসা করেছে আমেরিকায়। যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৫৮ হাজার ডলার বিক্রি করে বাংলাদেশি সিনেমার মধ্যে সর্বোচ্চ আয় করেছে ‘হাওয়া’।
দ্বিতীয় অবস্থানে আছে ‘পরাণ’ সিনেমা। সিনেমাটির আয় ১ লাখ ৮৭ হাজার ডলার। তৃতীয়তে উঠে আসা ‘প্রিয়তমা’র ৪ সপ্তাহে মোট আয় ১ লাখ ২৬ হাজার ডলার। এই আয় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছবির জন্য ইতিবাচক পথ তৈরি করে।
একের পর এক বাংলাদেশি সিনেমা নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে মুক্তি পেতে শুরু করে। সর্বশেষ শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি মুক্তি পায়। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহেও লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন, ফ্লোরিডাতে দর্শক উপচে পড়ে।
আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমাটি দেশটির নিউইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, আটল্যান্টা, ড্যালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, পিনিয়াপলিস, লস অ্যাঞ্জেল, ওকলাহোমা সিটিসহ বেশ কয়েকটি সিটিতে মুক্তি পায়।
যুক্তরাষ্ট্রের এই বাজার যখন বাংলা সিনেমার সম্ভাবনার পথ খুলল তখনই সেই সম্ভাবনার মূলে কুঠারাঘাত এসেছে। কারণ বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর এতে করেই দেশীয় সিনেমার যে জায়গা তৈরি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন দেশীয় চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চলচ্চিত্র পরিবেশনা করে থাকে কয়েকটি প্রতিষ্ঠান। এসবের মধ্যে অন্যতম স্বপ্ন স্কেয়ারক্রো।
এ বিষয়ে স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছা পোষণ করেছেন। এটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে আশা করছি এটার একটা সমাধান হবে।’
তবে এরই মধ্যে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ট্রাম্পের এই ঘোষণা বেশ আলোড়ন তৈরি করেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ভারতের বিনোদন দুনিয়া একজোট না হলে এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন না কেউই, এমনই আশঙ্কা তার।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই পরিচালক বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ বিনোদন শুল্কে ভারতীয় সিনেমা জগৎ শঙ্কিত। বিনোদন শুল্ক আদতে ধ্বংসাত্মক। যদি এটি চলতে থাকে, তবে ভারতীয় ছবির জগৎ ধ্বংস হয়ে যেতে পারে। কেউ বাঁচাতে পারবে না’।