অবশেষে সমাপ্তি ঘটলো টালিগঞ্জের কর্মবিরতির। তাদের সমস্যার সমাধানে সামনে এগিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
জানা গেছে, ৩০ জুলাই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ইতিবাচক মনোভাব পোষণ করেন অভিনেতা দেব। সেই বৈঠকে এই অভিনেতা ছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ ও মন্ত্রী অরূপ বিশ্বাস।
মমতার সাথে বৈঠক শেষে ফ্রেমবন্দী হয়েছিলেন উপস্থিত সকলে। আর সেই মুহূর্তটিই ৩০ জুলাই দেব পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেল থেকে। ছবিতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর ঠিক বামদিকেই দাঁড়িয়ে আছেন প্রসেনজিৎ ও দেব। আর তার ডান দিকে দাঁড়িয়ে আছেন গৌতম ঘোষ ও স্বরূপ বিশ্বাস।
দেব সেই ছবিতে মমতাকে ট্যাগ করে লিখেছেন, ‘ধন্যবাদ দিদি, আশা করছি সন্ধ্যার মধ্যে সব সমাধান হয়ে যাবে। ৩১ জুলাই থেকে আবার শুটিং শুরু হয়ে যাবে। সমস্ত কলাকুশলী, প্রযোজক, পরিচালক এবং সমস্ত স্টেকহোল্ডারদের ধন্যবাদ।’
বিষয়টি নিয়ে আরও জানা গেছে, টালিগঞ্জে অচলাবস্থার কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী নিজেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও গৌতম ঘোষকে ডেকে পাঠান।
এদিকে একদিন শুটিং বন্ধ মানেই কোটি কোটি টাকার ক্ষতির সম্ভাবনা। তাই মমতার ডাক পেয়ে সেদিন বেলা ১২টার সময় প্রসেনজিতের বাড়িতে পৌঁছান দেব। এরপর সাংসদ- অভিনেতা দেবের গাড়িতে করেই প্রসেনজিৎ ও গৌতম ঘোষ নবান্নের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। এরপর সবাই একত্রিত হয়ে বৈঠক করে অবশেষে সমাধান হয়েছে।