গত বছরের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার সাথে শামিল হয়েছিলেন কণ্ঠশিল্পী মালিহা তাবাসসুম খেয়া। রাজপথে দাঁড়িয়ে গানের সুরে সুরে প্রতিবাদ জানিয়েছিলেন পতিত স্বৈরাচারের বিরুদ্ধে। সে কারণে বেশ কয়েকবার পুলিশের জেরার মুখেও পড়েছিলেন কণ্ঠশিল্পী। তবে আন্দোলন থেকে এক কদমও সরে দাঁড়াননি খেয়া।
এবার সেই সাহসিকতার জন্য ‘জুলাই কন্যা’র পুরস্কার পেলেন খেয়া। ৮ আগস্ট ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে এই পুরস্কার প্রদান করে মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত খেয়া বলেন, ‘আমি অনুপ্রাণিত হয়েছি পুরস্কারটি পেয়ে। সামনেও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব।‘
কণ্ঠশিল্পী মালিহা তাবাসসুম খেয়া রকব্যান্ড ‘রেবেল’ এর অন্যতম প্রধান কন্ঠশিল্পী।