Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, অক্টোবর ৪, ২০২৫

জুলাই কনসার্টে ‘অশ্লীল’ শব্দের বিরুদ্ধে আসিফ    

জুলাই কনসার্টে ‘অশ্লীল’ শব্দের বিরুদ্ধে আসিফ

আসিফের বিরুদ্ধে শেজান

গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় একটি কনসার্ট যা বিটিভিতে লাইভ সম্প্রচারিত হয়েছিল। সেখানের ছোট একটি ভিডিওর অংশ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সেখানে দেখা যায় কয়েকজন শিল্পী গান গাওয়ার সময় কিছু অশালীন ইংরেজি শব্দ উচ্চারণ করেছেন। একজন শিল্পীকে বারবার ‘ফাকিং’ শব্দটি উচ্চারণ করতে শোনা যায়।  জুলাই কনসার্টে ‘অশ্লীল’ শব্দের বিরুদ্ধে আসিফ । তার বক্তব্য সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এবং দর্শক ও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে । 

বিটিভির মতো রাষ্ট্রীয় একটি চ্যানেলে এ ধরনের অশালীন ভাষার গান ও শব্দ প্রচার করা নিয়ে উঠেছে বিতর্ক। সামাজিক মাধ্যমে রাত থেকে চলছে তীব্র সমালোচনা। দেশের শোবিজ অঙ্গনে আজও বিষয়টি তুমুল আলোচনায়।

এ নিয়ে আজ (৭ আগস্ট) দুপুর ১টার দিকে সংগীতশিল্পী আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘হিপহপের নামে অসভ‍্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে যায় না। সবশেষে আসিফ লিখেছেন, ‘সাধু সাবধান’।

আসিফের এই স্ট্যাটাসের সঙ্গে তার অনুরাগীদের অনেকেই সহমত প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘খুবই বাজে, এটা মোটেই শোভন নয়। এগুলোকে যারা যুক্ত করেছে তাদের শক্ত করে ধরা উচিত।’

এই ভিডিওটি শেয়ার করে নতুন প্রজন্মের সংগীতশিল্পী সিথিঁ সাহাও একটি স্ট্যাটাস দিয়েছেন। অন্যদিকে গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মানিক মিয়া এভিনিউতে যে কনসার্ট হলো, সেখানকার একটা ভিডিও দেখলাম। এক দল ছাপড়ি ইংলিশে “ফা*কিং গাইজ’ না কী যেন বলল। এই স্তরের খাঁটি ছাপড়ি কিভাবে উন্মুক্ত কনসার্টে উঠতে পারে?’

এদিকে আসিফ আকবরের স্ট্যাটাসটি শেয়ার করেছেন হিপহপ গায়ক শেজান। তিনি লিখেছেন, ‘টিভি বন্ধ করে দেন বড়ভাই’।

এছাড়াও, শেয়ার করা সেই স্ট্যাটাসেই আবার কমেন্ট করে শেজান লিখেছেন, “গুম, খুন, ধর্ষন, চাঁদাবাজি, মাগীবাজি, চুরি ছ্যাসড়ামি, সবই বাংলা সংস্কৃতির অংশ। তবে যেই সংস্কৃতিডা দিয়া এডির প্রতিবাদ করা হইতাসে ওইডা অবশ্যই বাংলা সংস্কৃতির না, ওইডার জন্ম নিউইয়র্কের ব্রংক্স এ, ডিজে কুল হার্ক যার বাপ।“

শেষে শেজান লিখেছেন, “লং লিভ হিপহপ”।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কোনো মেয়ে যেন আমার মতো ভুল না করে- গুলতেকিন খান

হুমায়ূন আহমেদের স্ত্রী গুলতেকিন খান প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের প্রথম ও সাবেক স্ত্রী গুলতেকিন খান আজ বিকালে…

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

ব্রেন টিউমারে আক্রান্ত দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন…
Exit mobile version