গেল বছরের অক্টোবরে মুক্তি পাওয়া সিনেমা ‘জিগরা’ বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে এবং এর ব্যাপক সমালোচনা হয়। ফাঁকা প্রেক্ষাগৃহ এবং দর্শকের অভাবে সিনেমাটি বক্স অফিসে সফল হয়নি, ফলে নেটিজেনদের বিভিন্ন নেতিবাচক মন্তব্যের শিকার হয়।
জিগরা সিনেমাটির পরিচালক ভাসন বালা ব্যর্থতার দায় নিয়ে বলেন, “বক্স অফিসে ছবির সফলতা নিশ্চিত করা আমার দায়িত্ব ছিল এবং কোথায় গলদ রয়ে গিয়েছিল তা বিশ্লেষণ করা প্রয়োজন।”
তবে, এ নিয়ে এতদিন কোনো মন্তব্য করেননি ‘জিগরা’ ছবির নায়িকা এবং প্রযোজক আলিয়া ভাট। অবশেষে, তিনি এই ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, “আমি মনে করি অভিনয় করে কখনও তৃপ্তি পাই না, এবং এভাবেই ভালো লাগে। গত বছর আমার একটি ছবি আশানুরূপ ফল করতে পারেনি, কিন্তু এই অভিজ্ঞতা আমাকে শক্তি জুগিয়েছে। এটি আমাকে আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত করেছে।”
এছাড়া, তিনি আরও জানান, বারবার চেষ্টা করতে চান এবং ব্যর্থতা তাকে আরও উৎসাহী করে তোলে। আলিয়ার মতে, এই ধরনের চ্যালেঞ্জ তার পেশাদারিত্বের এক অন্যতম অংশ। ‘জিগরা’ সিনেমায় আলিয়া বোনের চরিত্রে অভিনয় করেন, এবং তার ভাইয়ের চরিত্রে ছিলেন বেদাঙ্গ রায়না।