আসন্ন ঈদুল ফিতরে মুক্তির আশায় জায়েদ খান অভিনীত ‘সোনার চর’। ছবির প্রকাশিত ট্রেইলারের একটি দৃশ্যে অভিনেতাকে নদীর পাড়ে কাদায় পঅরে থাকতে দেখা যায়। আলোচিত সেই দৃশ্যের নকল করে জায়েদ খানের প্রশংসা কুড়ালেন ভক্ত।
ভক্তের এই কপি করে ঠিক একইভাবে নদীর পাড়ে কাদায় শুয়ে তোলা ছবি নজরে পড়েছে জায়েদ খানের। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘আমাকে যে কপি করেছে তাকে হয়ত আমি চিনি না,কিন্তু তার এ চেষ্টা আমাকে আনন্দিত করেছে। হলে এসে ঈদে সবাই দেখবেন ‘সোনার চর।‘
উল্লেখ্য, ১৯৭১ সালের কাহিনী নির্ভর ছবি ‘সোনার চর’ । ছবির প্রধান চরিত্রে দেখা যাবে তারকা দম্পতি মৌসুমি ও ওমর সানিকে। সিনেমায় আরও অভিনয় করেছেন জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন,পাপিয়া মাহি্সহ আরও অনেকে।