তরুণ নির্মাতা হেমন্ত সাদিকের পরিচালনায় জামদানি তাঁতির সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য ‘খোয়াব: ক্যাসেল ইন দ্য এয়ার’ সিনেমাটি জাপানের ‘শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া ২০২৪’-প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে।
উৎসব কর্তৃপক্ষের তফর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আগামী ৪ থেকে ১৭ জুন পর্যন্ত জাপানের টোকিওতে অনুষ্ঠেয় উৎসবের ‘লাইভ-অ্যাকশন এশিয়া ইন্টারন্যাশনাল কমপিটিশন’ বিভাগে চলচ্চিত্রটি স্থান পেয়েছে। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ২০০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ২৫ মিনিটের ‘খোয়াব: ক্যাসেল ইন দ্য এয়ার’ চলচ্চিত্রটি আগামী ১৩ জুন সন্ধ্যায় উৎসবে প্রদর্শিত হবে।’
ড্রিম শ্যাডোর ব্যানারে নির্মিত ‘খোয়াবে’ অভিনয়ের পাশাপাশি এর গল্প লেখা ও প্রযোজনাও করেছেন লিজা আসমা আক্তার। প্রযোজক ও অভিনেত্রী জানিয়েছেন, ‘এটা সত্যিই আমাদের জন্য দারুণ খবর এবং অর্জন। কারণ, ‘খোয়াব’ মর্যাদাপূর্ণ এই উৎসবে প্রদর্শিত হবে। আমি আশা করি, এটি দর্শকদের মনে ছাপ রাখবে। এর আগেও এই উৎসবে ড্রিম শ্যাডো প্রযোজিত দুটি সিনেমা ‘সলতে’ এবং ‘লাইফ’ প্রদর্শিত হয়েছে, যার চিত্রনাট্য লিখেছিলেন শাওন কৈরি এবং পরিচালনায় ছিলেন হেমন্ত সাদিক।’
সিনেমার পরিচালক হেমন্ত সাদিক ও প্রযোজক ও প্রধান অভিনেত্রী লিজা আসমা আক্তার উৎসবে অংশগ্রহণ করতে জাপানের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন ইতি মধ্যেই।