৮ আগস্ট শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপূর্ব রানা পরিচালিত সিনেমা ‘জলরঙ’। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটিয়েছেন তাহসিন উষ্ণ। অবশেষে স্বপ্নপূরণের দৌড়ে এগিয়ে গেলেন এই নবাগত নায়িকা।
ইচ্ছে ছিল সিনেমার নায়িকা হওয়ার আর সেই ইচ্ছা পূরণ করতে ২০২০ সালে রাজু চৌধুরীর ‘স্বপ্ন’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন উষ্ণ। ছবিতে তার নায়ক সিয়াম খান রাতুল। ঘটা করে মহরত হলো, কয়েক দিন শুটিংও হয়েছিল। এরপর এক অজানা কারণে বন্ধ হয়ে গেল ছবিটির সব কার্যক্রম। ভেঙে যায় উষ্ণর স্বপ্ন ও পথচলা। দুই বছর আর কোনো ছবির প্রস্তাব পাননি।
তবে চেষ্টা করে গেছেন উষ্ণ। অবশেষে ২০২২ সালে হঠাৎ করেই অপূর্ব রানার ‘জলরঙ’-এ অভিনয়ের প্রস্তাব পান। সরকারি অনুদানের এই ছবিতে তার নায়ক সাইমন সাদিক। কক্সবাজার ও উখিয়ায় শুটিং হয়েছে।
কিছুদিন আগে ‘জলরঙ’ প্রথম টিভিতে মুক্তি পায়। তবে এ সপ্তাহে হঠাৎ করেই সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ নিয়ে উষ্ণ বলেন, ‘আমি কয়েকটি হলে গিয়েছিলাম। দর্শক ছবিটা বেশ উপভোগ করছে। কোনো উৎসবে মুক্তি পেলে হয়তো আরো ভালো হতো। তা ছাড়া প্রচার-প্রচারণাটাও আরেকটু জমকালো হলে দর্শকের আগ্রহ বাড়ত।’
জলরঙ ছাড়াও সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন উষ্ণ। এই সিনেমায় তার নায়ক বাপ্পী চৌধুরী। তবে এখনো শুটিং শুরু হয়নি ছবিটির। উষ্ণ বলেন, ‘সাফি স্যারের সঙ্গে আমার কথা হয় প্রায়ই। তিনি জানিয়েছেন, শিগগির ছবিটির শুটিং করবেন। আমিও অপেক্ষায় আছি।‘