আদনান সামির সাথে বিবাহ বিচ্ছেদের তিক্ত অভিজ্ঞতার কথা গণমাধ্যমে জানালেন জেবা বখতিয়ার।
পরিচালক হিসেবে রাজ কাপুরের শেষ ছবি ‘হিনা’তে নাম ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী কিছুদিন আগে আমনা হায়দার আসানীর সাথে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করেন ।
জেবা জানান, তিনি যখন আদনানকে ১৯৯৩ সালে বিয়ে করেন তখন অভিনয় ছাড়ার ব্যাপারে মনস্থ করেছিলেন তিনি। অভিনয় ছেড়ে চিত্রনাট্য লেখক ও প্রযোজক হিসেবে কাজ করতে চাচ্ছিলেন নায়িকা। সম্পর্ককে টিকিয়ে রাখার জন্যই এই চিন্তা করেছিলেন জেবা।
কিন্তু এত কিছু করেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকাতে পারেননি জেবা। অভিনেত্রী জানান, কোনও উপায় না দেখে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু বিচ্ছেদের মাধ্যমে কষ্ট থেকে নিস্তার পাবেন ভাবলেও তা হয়নি নায়িকার ক্ষেত্রে।
১৯৯৭ সালে তারকার সাথে বিচ্ছেদের পর তাদের সন্তান আজানের কাস্টডি নিয়ে বেশ কাঠখড় পোহাতে হয়েছিল নায়িকাকে। জেবার ভাষ্যমতে, সন্তানের কাস্টডি নেয়ার ক্ষেত্রে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে তিনি কোন সাহায্য পাননি। পরে বাধ্য হয়ে কানাডার একটি আদালতের দ্বারস্থ হলে আদনানের বাসায় থেকে আজানকে নিয়ে অভিনেত্রীর কাছে হস্তান্তর করা হয়।
জেবা সাক্ষাৎকারটিতে আরও জানান, নিজের ছেলেকে কাছে পাওয়ার আইনি লড়াইয়ে তাকে জীবনের ১৮ মাস খরচ করতে হয়েছে।
আশির দশকে পাকিস্তানের বিখ্যাত ধারাবাহিক ‘আনারকলি’তে অভিনয়ের পর রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান জেবা। অভিনয়ে তার দক্ষতার কারণেই বর্ডারের ওপার থেকে সিনেমার নিমন্ত্রণ পান এই পাকিস্তানি নায়িকা। কয়েক বছর ভারতে অভিনয় করার পর ১৯৯৬ সালে ফের পাকিস্তানে চলে যান জেবা।