Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুলাই ২, ২০২৪
Your Image

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবিনা ইয়াসমীন

বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন কোলাজ করা | ছবি: ফেসবুক

দীর্ঘ তিন মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ৩১ মে দেশে ফিরেছেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে ফাইরুজ ইয়াসমীন বাঁধন।

গণমাধ্যমকে বাঁধন জানিয়েছেন, ‘নিয়মিত চেকআপের জন্য আম্মুকে সিঙ্গাপুর যেতে হয়। এরপর পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা দাঁতের সমস্যা দেখতে পান। এরই পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি একটি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে আম্মুকে রেডিওথেরাপি নিতে হয়। এরই মধ্যে রেডিওথেরাপি কোর্স শেষ হয়। তবে রেডিওথেরাপির কারণে আম্মুর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়। আপাতত বাসায় থাকলেও আগামী এক বছর আম্মুকে নির্দিষ্ট সময় পরপর সিঙ্গাপুর যেতে হবে। চিকিৎসকের নির্দেশমতো তাকে চলতে হবে।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ গুঞ্জন ওঠে ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন সাবিনা ইয়াসমীন। যদিও সেই গুঞ্জন থামিয়ে কণ্ঠশিল্পী নিজেই জানিয়েছিলেন, ‘আমি আপনাদের সাবিনা ইয়াসমীন। প্রতিবছরই নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার চেকআপে এসে আমার দাঁতে একটু সমস্যা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি আমার দাঁতে ছোট একটি সার্জারি হয়, যা সফল হয়। এরপর চিকিৎসক যেভাবে বলবেন, সেভাবেই চলব। পরে আপনাদের দোয়ায় দেশে ফিরব, ইনশা আল্লাহ।’

উল্লেখ্য, পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের সংগীতঅঙ্গনকে সমৃদ্ধ করেছেন কণ্ঠশিল্পী সাবিনা। উপমহাদেশের প্রখ্যাত দুই শিল্পী মান্না দে ও কিশোর কুমারের কণ্ঠমিলিয়ে গেয়েছেন গান। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সংগীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share