২০২২ সালে করোনার প্রকোপ কিছুটা কাটিয়ে উঠতেই, শোবিজ অঙ্গনে নেমে এসেছিলো শোকের ছায়া। ঠিক দুই বছর আগে ২২ ফেব্রুয়ারি কোভিড ও কিডনি জটিলতায় দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী।
১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর সিলেটে জন্ম এই গুণী শিল্পীর। মহান মুক্তিযুদ্ধেও অবদান ছিল তার। কাওসার আহমেদ রচিত উল্লেখযোগ্য কিছু গান গুলো হলো, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘এই রুপালি গিটার ফেলে’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘সখি চলনা’ ইত্যাদি।