১১ মে ঢাকার কোলাহল থেকে দূরে গানে সুরে দর্শক-শ্রোতা মাতালেন অঞ্জন দত্ত। এবছরেই এই নিয়ে তার দ্বিতীয় সফর।
তবে এবারে তার সুরের যাত্রা একটু হলেও বিপত্তিতে পড়েছে। অসুন্থ হয়ে পড়েছিলেন শো- এর আগে আগে। গান গাইতে পারবেন নাকী – সে নিয়েও ছিল সংশয়। পরে অবশ্য বসে গান করেন তিনি। কিন্তু চটে গেলেন দর্শকদের জন্য। তিনি বলেন, “লাইভ পারফরমেন্স হলো মনে ধরে রাখার মত বিষয়। ক্যামেরাতে ধরার নয়..”।
ক্যামেরাতে ভিডিও করতে সামনে চলে আসায় দর্শকদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন তিনি। কারণ তাতে পিছনে থাকা অডিয়েন্সেরও অসুবিধা হচ্ছিল। তিনি সেলফি শিকারিদেরও কটাক্ষ করেন। বলেন – পৃথিবীর কোনও আয়োজনে এমন পারফর্ম করার সময় কেউ সেলফি নেয়না। শুধু ভারত আর বাংলাদেশেই এমনটা দেখা যায়।