৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের অনুষ্ঠানে পারফর্ম করার সময় মঞ্চেই মৃত্যুর কোলে ঢেলে পড়েছেন মার্কিন র্যাপার ফ্যাটম্যান স্কুপ ওরফে আইজ্যাক ফ্রিম্যান তৃতীয়।
গায়কের ঘনিষ্ঠজনের বরাতে বিবিসি জানিয়েছে, ফ্যাটম্যান স্কুপ হামডেন শহরের টাউন সেন্টার পার্কে গাওয়ার সময় মঞ্চে পড়ে যান।
শহরের মেয়র লরেন গ্যারেট ফেসবুকে একটি পোস্টে বলেছেন, ‘র্যাপারকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’
সোশ্যাল মিডিয়ায় স্কুপের পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘ফ্যাটম্যান স্কুপ ছিলেন এমন এক উজ্জ্বল আত্মা, যিনি মঞ্চে ও জীবনে আলোর বাতিঘর হয়ে আলো ছড়িয়েছেন। ফ্যাটম্যান স্কুপ শুধু একজন বিশ্বমানের পারফরমার ছিলেন না, তিনি ছিলেন একজন বাবা, ভাই, চাচা ও একজন বন্ধু।’
নব্বইয়ের দশকে নিউইয়র্ক সিটির হিপ হপ গানের জগতে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন ফ্যাটম্যান স্কুপ। ১৯৭১ সালের ৬ আগস্ট নিউইয়র্কে জন্ম ফ্যাটম্যান স্কুপের, সেই আগস্টেই চলে গেলেন তিনি। গায়কের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী ও তার ভক্ত-অনুসারীরা।