ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ১১ তম ‘গরবিনী মা-২০২৪’ সম্মাননা পুরস্কার পেয়েছেন ১১ জন স্বর্ণগর্ভা মায়েরা।
বিশ্ব মা দিবস উপলক্ষে পুরষ্কার প্রাপ্ত ১১ জন স্বর্ণগর্ভা মায়েদের মধ্যে ছিলেন, কন্ঠশিল্পী, মডেল ও অভিনেতা তাহসান রহমান খানের মা ড. জেড এন তাহমিদা বেগম, অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরীর মা গাজালা চৌধুরী এবং নাট্য ও চলচ্চিত্র অভিনেতা শতাব্দী ওয়াদুদের মা আফরোজা নাছরীনও।
১২ মে রাজধানীর মহাখালী ডিওএইচএসের রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ অন্য অতিথিরা মায়েদের হাতে ক্রেস্ট, মেডেল, বিনা মূল্যে হেলথ চেকআপ প্যাকেজসহ নানা উপহার তুলে দেন।
এসময় মায়েদের নিয়ে আবেগপূর্ণ বক্তব্য দিয়েছেন তারকারা। চোখে পানি নিয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেছেন, ‘আমার জন্য মা অনেক কষ্ট করেছেন। আমার এই তারকা হয়ে ওঠার পেছনে কেবলই মায়ের অবদান। আমি সারাজীবন চেয়েছি আমার মা যেটা হাত দিয়ে ধরবে আমি যেন সেটা তাকে দিতে পারি। আজ আমি তা পারছি। আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মা আজকে আমার জন্য অ্যাওয়ার্ড পেলো।’
তাহসান খান বলেছেন, ‘সবার সফলতার পেছনে মায়েদের ভূমিকা সবার আগে। আমাদের সবার সাথেই মায়ের দোয়া থাকে। যখন তারা থাকেন না, বাবা-মায়ের মূল্যবান ভালোবাসা পাওয়া না যায়, কেবল তখনই বোঝা যায় জীবনের সব অর্জন আসলে ঠুনকো, মূল্যহীন। এসময় আগেবতাড়িত কন্ঠে মাকে ভালোবাসি বলতে পেরে আয়োজক প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞতা জানান তিনি।’
শতাব্দী ওয়াদুদ জানিয়েছেন, ‘বাবার বাড়িতে নিজের হাতে পানি ঢেলে খেতেন না যিনি, তিনি আমাদের পুরো পরিবারের দায়িত্ব নিয়েছেন। তিনি আমার মা। আমি আমার মায়ের প্রথম সন্তান হওয়ায় তার সাথে আমার বন্ডিং সবচেয়ে বেশি। মায়ের সঙ্গে ঝগড়া করে আমি অনেক বেশি আনন্দ পাই। তোমাকে অনেক ভালোবাসি মা।’