Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

কোন দলের সমর্থক অক্ষয় কুমার?

অক্ষয় কুমার

বিজেপির সমর্থক নন অক্ষয় কুমার।‘মোদি-ভক্ত’ এর ট্যাগ পাওয়া প্রসঙ্গে গণমাধ্যমে নিজের অভিমত জানিয়ছেন ‘খিলাড়ি কুমার’ ।

অভিনেতার ভাষ্যমতে, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘টয়লেট:এক প্রেম কথা’ এবং ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিশন মঙ্গল’ ছবির মাধ্যমে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র ‘স্বচ্ছ ভারত অভিযান’ ও ‘মঙ্গলযান’-কে  প্রমোট করার জন্য যারা তার সমালোচনা করেন তারা হয়ত দেখতে পারছেন না যে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘এয়ারলিফট’ ছবিটির মাধ্যমে তিনি কংগ্রেসের আমলের একটি ঘটনাকেও  তুলে ধরেছিলেন। এমনকি ৬ অক্টোবর মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘মিশন রাণীগঞ্জ’-এর গল্পও কংগ্রেসের আমলের ঘটনার উপর কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে বলে জানান অভিনেতা।  ক্ষমতার থেকে দেশের জন্য কে ভালো করেছে সেটাই গুরুত্বপূর্ণ  বলে মনে করেন অক্ষয়।

২০১৯ সালের ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে অভিনেতার সাক্ষাৎকার প্রকাশের পরপরই বিজেপির সাথে তার ঘনিষ্ঠতার চর্চায় সরগরম হয়ে পড়ে মিডিয়াপাড়া। অক্ষয় পেয়ে যান ‘মোদি-ভক্ত’ হওয়ার ট্যাগ। 

প্রসঙ্গত, ৮ অক্টোবর ‘বিমল পান মসলা’র বিজ্ঞাপন প্রচারের পর পুনরায় আলোচনায় আসেন অক্ষয় কুমার। নিজের সামাজিক মাধ্যম ব্যবহার করে অভিনেতা একটি নিউজ পোর্টালকে উদ্দেশ্য করে টুইট করে জানান, ২০২১ সালের ১৩ অক্টোবর ব্র্যান্ডটির জন্য  শুট করেছিলেন তিনি। ২০২২ সালের এপ্রিল মাসে ব্র্যান্ডটির শুভেচ্ছাদুতের পদ থেকে  সরে দাঁড়ালেও চুক্তি অনুযায়ী ব্র্যান্ডটি  কিছুদিন পর্যন্ত তার বিজ্ঞাপনটি প্রচার করার আইনি আধিকার রাখে । 

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবার ওটিটিতে ‘শরতের জবা’

প্রেক্ষাগৃহে মুক্তির দীর্ঘ দুই মাস পর এবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে কুসুম সিকদার পরিচালিত…
0
Share