ফ্রান্সের কান সৈকতের তীরে বসেছে ‘কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭ তম আসর।ইতোমধ্যে নজরকাড়া লুকে দেশি-বিদেশি সব তারকা ভিড় জমাচ্ছেন জমকালো এই আয়োজনে। তবে তারকাদের পাশাপাশি এবার কানের লাল গালিচায় সবার নজর কেড়েছে একটি কুকুর।
রাতুলকে দাফন করে নায়ক জসীমের সন্তানদের হৃদয়স্পর্শী পোস্ট
রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলকে তার বাবা চিত্রনায়ক জসীমের কবরে সমাহিত করা…