Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

কাগজে-কলমে মাহির বিচ্ছেদ সম্পন্ন

চিত্রানায়িকা মাহিয়া মাহি ও স্বামী রকিব সরকার | ছবি: ফেসবুক

বিচ্ছেদের ঘোষণার ১ মাসেই কাগজে কলমে আনুষ্ঠানিক বিচ্ছেদের কাজ সম্পন্ন করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে মাহি জানিয়েছেন, ‘আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে। আমার ও রকিবের সম্পর্ক অনেক আগেই শেষ এবার কাগজে- কলমে আলাদা হলাম আমরা। একসাথে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনো ওর সাথে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ। ‘

স্বামীর প্রশংসায় অভিনেত্রী আরও বলেন, ‘আমার জীবনে রাজনীতির যতটা অর্জন করেছি, সবটাই ওর জন্য। একটা পোস্টার থেকে শুরু করে রাজনৈতিক যেকোনো কিছু, ও এত সুন্দর করে সব গুছিয়ে দিয়েছে আমাকে, একা হলে কখনোই পারতাম না। এর পেছনে সব কৃতিত্বই রাকিবের। ও মানুষটা অনেক ভালো, এই তিনটা বছর আমি তাকে কাছ থেকে দেখেছি। সে ভীষণ ভালো একজন মানুষ, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট।‘

প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের একটি ছেলেও রয়েছে। কিন্তু চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ফেসবুক লাইভে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

লন্ডনে স্থাপিত হচ্ছে শাহরুখ-কাজলের মূর্তি

ভারতীয় চলচ্চিত্র এক অনন্য মুহূর্তের দ্বারে। লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের মূর্তি তৈরির মাধ্যমে সম্মানিত…

চৈত্রসংক্রান্তিতে থাকছে পাহাড়ী ব্যান্ড ও বর্ণিল আয়োজন

আসন্ন ১৩ এপ্রিল বাংলা বর্ষপূর্তি ও চৈত্রসংক্রান্তি। এই উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্টের আয়োজন করছে…

ভারতের সিনেমায় বাংলাদেশি গায়ক সৈয়দ অমি

বাংলাদেশি গায়ক সৈয়দ অমি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সিনেমায় প্লেব্যাক করছেন । ‘আড়ি’ সিনেমার ‘মরুভূমি’…
Exit mobile version