বাংলাদেশে তাণ্ডব চালিয়ে ৫ জুলাই ওপার বাংলায় মুক্তির পর একটু একটু করে নিজের বেগ হারাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘তুফান’!
৫ জুলাই, শুক্রবার কলকাতার ৪৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুফান’। তার আগে ব্যাপক প্রচারণা চালিয়ে ৪ জুলাই,বৃহস্পতিবার সিনেমাটির প্রিমিয়ার শো হয়। যেখানে সিনেমার কলাকুশলীরা ছাড়া আরও অংশ নেন টালিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী থেকে শুরু করে ছোট পর্দার অভিনয়শিল্পীরাও। তবে জমকালো প্রিমিয়ার শো’য়ের পর, প্রেক্ষাগৃহে সিনেমাটি রিলিজ দিয়ে তেমন দর্শক সাড়া পায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছে ‘তুফান’ সিনেমা সংশ্লিষ্টরা।
ভারতীয় গণমাধ্যম গুলোর তথ্যমতে জানা গেছে,প্রথম দিন সাউথ সিটি আইনক্সে টিকিট বিক্রির সংখ্যা অনুযায়ী, দুপুর ১২টার শোয়ে ১০ জন দর্শক এবং বিকেল ৪.৩৫-এর শোয়ে দর্শক মাত্র ১৮ জন। আরেকদিকে লেক মল সিনেপ্লেক্সে বিকেল ৪.২৫-এর শোয়ে প্রথম দিন টিকিট বুক হয়েছিল মাত্র ১২টি। সন্ধ্যা ৬টার শোয়ে স্টার থিয়েটারে টিকিট বুক হয়েছিল মাত্র ৩৬টি। যা বাংলাদেশ হোক বা বিশ্বের বাকি ১৫ টি দেশে ‘তুফান’ সিনেমার টিকিট বিক্রির তুলনায় অনেকটাই হতাশাজনক!
যদিও এই প্রসঙ্গে হল মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যে এখনও আশাবাদী তারা। সবে মাত্র প্রথম দিন। আপাতত তারা আগামী ছুটির দিন অর্থাৎ রবিবারের অপেক্ষায় রয়েছেন।
উল্লেখ্য,ভারতে কিছুটা হতাশাজনক হলেও বাংলাদেশসহ পৃথিবীর ১৫ দেশে চলছে ‘তুফান’ তাণ্ডব। গেল ২৮ জুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি।