Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, অক্টোবর ৫, ২০২৫

র‍্যাম এবং রাম

র‍্যাম এবং রাম

র‍্যাম এবং রাম: প্রযুক্তি ও ধর্মীয় চরিত্রের রূপক তুলনা

কম্পিউটার নাকি রাম এর নামে চলে, কারণ র‍্যাম (RAM) শব্দটি হিন্দু অবতার রামের নামের মতো শোনায়। কম্পিউটারের র‍্যামকে হিন্দু অবতার রাম -এর সাথে তুলনা করা হয়েছে। র‍্যাম এবং রাম : যেমন রাম ধৈর্য ও শক্তির প্রতীক, তেমন র‍্যাম কম্পিউটারের শক্তি ও কার্যক্ষমতার মূল। একটি পডকাস্টে এমন মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী কৈলাশ খের।

দুই মাস আগের ওই পডকাস্ট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কৈলাশ খেরের ওই মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া। রীতিমতো সমালোচনার ঝড় বইছে এ নিয়ে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে কৈলাশ খের বলেন, কম্পিউটার ‘র‍্যাম’ (Random Access Memory) ছাড়া চলতে পারে না। যেহেতু এই ‘র‍্যাম’ শব্দটি রামের নামের মতো শোনায়, তাই তার মতে কম্পিউটার আসলে রামের দ্বারাই চলে। এখানেই শেষ নয়, তিনি দাবি করেন, যে ডেটা বা তথ্যের আজ এত জয়জয়কার তা মূলত শব্দ ‘দাতা’-এরই (যার অর্থ ‘দানকারী’, অর্থাৎ ঈশ্বর) প্রতিশব্দ।

এই মন্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যম, বিশেষ করে ইনস্টাগ্রাম ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। ক্লিপটিতে কৈলাশ খেরকে বলতে শোনা যায়, ‘কম্পিউটার রাম (অবতার রাম) ছাড়া চলতে পারে না, আর পৃথিবী চলে দাতার (দানকারী) মাধ্যমে।’

তার এই মন্তব্যে অনেক ইন্টারনেট ব্যবহারকারীই হতবাক হয়েছেন। অনেকেই প্রথমে ধরে নিয়েছিলেন তিনি মজা করে এ ধরনের মন্তব্য করেছেন। তবে, তিনি যে মজা করে বলেননি তা তার মুখভঙ্গিই বলে দিচ্ছিল।

কৈলাশ খের আরও জানান, তিনি গুগলের সিলিকন ভ্যালিতে অবস্থিত সদর দপ্তরে বেশ কয়েকবার বক্তৃতা দিতে গিয়ে এসব ধারণা শেয়ার করেছেন।

তবে তার এই মন্তব্যের পর নেটিজেনরা তাকে ধর্মীয় প্রসঙ্গ এবং প্রযুক্তির মধ্যে অপ্রাসঙ্গিক সম্পর্ক দাবি করার জন্য ব্যাপকভাবে ট্রল করছেন। এই পুরোনো ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ায় অনলাইনে ব্যঙ্গ-বিদ্রূপ এবং মিমের বন্যা বয়ে যাচ্ছে। অনেক নেটিজেন তাকে এসব নিয়ে সময় নষ্ট না করে সংগীতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কোনো মেয়ে যেন আমার মতো ভুল না করে – গুলতেকিন খান

হুমায়ূন আহমেদের স্ত্রী গুলতেকিন খান প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের প্রথম ও সাবেক স্ত্রী গুলতেকিন খান আজ বিকালে…
কোনো মেয়ে যেন আমার মতো ভুল না করে

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা…
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আজ কিংবদন্তী জেমসের জন্মদিন – বাংলার রক গুরুর প্রতি শ্রদ্ধা

আজ কিংবদন্তী জেমসের জন্মদিন বাংলা সংগীতের ইতিহাসে কিংবদন্তি নাম মাহফুজ আনাম জেমস। ‘গুরু’, ‘নগরবাউল’ খ্যাত আজ…
0
Share