নতুন গান আসছে ‘দুষ্টু কোকিল’ খ্যাত গায়িকা দিলশাদ নাহার কণার। গানটির শিরোনাম ‘সোনা জান’। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন আদীব কবির।
গানটির ভিডিওতে মডেল হয়েছেন কলকাতার অলিভিয়া সরকার। তার সঙ্গে রয়েছেন অমিত পাল।
এই মিউজিক ভিডিওর মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রজেক্টে কাজ করলেন অলিভিয়া। গানের ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম।
অলিভিয়া সরকার বললেন, ‘খুব ভালোবাসা আর সম্মান পেয়েছি। কাজ করার পাশাপাশি মানসিক শান্তিরও প্রয়োজন, যেটা পরিবেশ ভালো না থাকলে সম্ভব নয়। এই কাজটা করে, সত্যিই খুব ভালো লেগেছে।’
জানা গেছে, কে এম মিউজিকের ব্যানারে ‘সোনা জান’ গানটি শিগগিরই মুক্তি পাবে।
উল্লেখ্য, ‘ডান্স বাংলা ডান্স’ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অলিভিয়া সরকার। এরপর ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন।
কাজ করেছেন ওয়েব সিরিজ ও সিনেমায়। টলিউডের পাশাপাশি বলিউডেরও বেশ কিছু কাজে দেখা গেছে এই অভিনেত্রীকে। নিকট ভবিষৎ এ অলিভিয়াকে দেখা যাবে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ সিনেমায়।