২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াতে যাচ্ছেন মাধুরী। সবকিছু ঠিক থাকলে আসন্ন নির্বাচনে নর্থ মুম্বই অথবা উত্তর-পশ্চিম মুম্বই আসন থেকে মাধুরীকে টিকিট দেয়া হতে পারে।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে নাম লেখাচ্ছেন অনেক তারকাই, এবার সেই তালিকায় কি উঠলো মাধুরী দীক্ষিতের নাম?
সূত্রর খবরে, দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)নেতাদের সংস্পর্শে রয়েছেন মাধুরী ও তার স্বামী শ্রীরাম মাধব নেনে। চলতি বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে গ্যালারিতে পাশাপাশিই বসেছিলেন বিজেপি নেতা আশিস সেলার ও মাধুরী। তার পর থেকেই মাধুরীর রাজনীতিতে আসা নিয়ে জল্পনার শুরু।
যদিও এই গুঞ্জনে এখনও কিছু বলেননি মাধুরী নিজে। কিন্তু অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের মতে,লোকসভা ভোটে একেবারেই আগ্রহী নন মাধুরী দীক্ষিত। যদি কখনো রাজনীতিতে পা দেন,তবে রাজ্যসভাতে দেখা যেতে পারে তাকে।