হত্যাচেষ্টা অভিযোগে এবার সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
২৮ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে হিরো আলম আবেদনটি করেছেন। আদালত তার জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন।
এর আগে ২৭ আগস্ট আরাফাতের গেফতার হওয়ার খবর জানার সাথে সাথে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের দিকে রওনা দেন হিরো আলম। খালি হাতে নয়, মিষ্টি হাতে সেখানে পৌঁছেন তিনি। কার্যালয়ের সামনে উপস্থিত অনেককেই নিজ হাতে মিষ্টি খাইয়েও দেন তিনি। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি অপেক্ষা করছিলেন সাবেক এ প্রতিমন্ত্রীর গেফতারের খবর পাওয়ার।
মিষ্টিমুখ করানোর পর একই দিনে হিরো আলম তার বক্তব্যে বলেন, পরদিনই আরাফাতের নামে মামলা করতে যাবেন তিনি।
মূলত ২০২৩ সালের ১৭ জুলাই সকাল থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর হিরো আলম বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করতে থাকেন। বিকেলের দিকে তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি হিরো আলমের উপর আক্রমণ চালান। এরপর থেকে তিনি দাবি আসছিলেন, আক্রমণকারীরা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী আরাফাতের লোক। সাবেক এই এমপির বিরুদ্ধে ভোট চুরি করারও অভিযোগ করেন হিরো আলম।
মারধরের সেই ঘটনার পরদিন ১৮ জুলাই হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলাটি তদন্তাধীন রয়েছে। এদিকে রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় আলোচিত এই সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব নিজেও বাদী হয়ে আজ (২৮ আগস্ট, ২০২৪) মামলার আবেদন করলেন।