এডিসি হারুনের দ্বারা নির্যাতনের শিকার হওয়া ছাত্রলীগ নেতাদের দেখতে স্বামীসহ হাসপাতালে গিয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি।
১৬ সেপ্টেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলের মাধ্যমে কথাগুলো অনুরাগীদের সাথে শেয়ার করেন ‘ম্যাজিক মামনি’খ্যাত তারকা।
মাহি তার ফেসবুক পোস্টটির মাধ্যমে ১৫ সেপ্টেম্বর হাসপাতালে যাওয়ার পরে সশরীরে দেখা ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমের শারীরিক অবস্থার আপডেট জানান। আহত ছাত্রলীগ নেতাদের জন্য পোস্টটিতে শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াও চেয়ে নেন এ নায়িকা।
প্রসঙ্গত, রাষ্ট্রপতির এপিএস আজিজুলের কথায় বারডেম হাসাপাতালের সামনে ৯ সেপ্টেম্বর রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের সাথে বাগবিতণ্ডায় জড়ান ছাত্রলীগের দুই নেতা। ঘটনাটির জেরে শাহবাগ থানার হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের সেই নেতাকে নির্যাতন করার অভিযোগ উঠে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে।
আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় দুটি পদে দায়িত্ব পালন করছেন অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনেত্রীর স্বামী রকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগ নেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।