Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

এটা কি খিচুড়ি খাওয়ার সময়? প্রশ্ন অরুণা বিশ্বাসের..

অরুণা বিশ্বাস | ছবি: ফেসবুক

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের জন্য ২৬ মে ছিল জলোচ্ছ্বাস, দমকা হাওয়া ও বৃষ্টির দিন। জলোচ্ছ্বাসের পর প্রবল জোয়ারে দেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রবল জোয়ারে কোথাও বেড়িবাঁধ ভেঙেছে, কোথাও আবার পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এতে মৃ’ত্যুও হয়েছে ১২ জনের মত মানুষের। কিন্তু এমন দুর্যোগের মাঝেও সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেনদেরই দেখা গেছে ‘খিচুড়ি উৎসব’ করতে। বিষয়টি নিয়ে বেশ চটেছেন অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস।

ক্ষোভ প্রকাশ করে অরুণা তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘এটা কি খিচুড়ি খাওয়ার সময়? লজ্জা তো নাই না? আল্লাদ, ন্যাকামি যত আছে করেন; তবে সাধারণ মানুষের কষ্টের সময় না। পানিতে কত হাজার হাজার মানুষের সারা জীবনের স্বপ্ন, ঘর সংসার, সব ভাসছে।’

অরুণা বিশ্বাসের স্ট্যাটাসের স্ক্রিন শট । ফেসবুক থেকে সংগৃহীত

অরুণা যোগ করেন, ‘মানুষের পাশে দাঁড়াতে না পারলেও মানুষ হয়ে মানুষের জন্য তো প্রার্থনার হাত তুলতে তো পারেন ঈশ্বরের কাছে? দুর্যোগ ভয়াবহ, যেকোনও সময় যেকোনও মানুষের জীবনেই আসতে পারে। মানবিক হোন সবাই।’

অরুণা বিশ্বাস । ছবি: ফেসবুক

প্রসঙ্গত, ফেসবুকে বেশ সরব অরুণা বিশ্বাস। চলচ্চিত্র হোক বা দেশের অন্যান্য অসঙ্গতি, বিভিন্ন বিষয়ে নিজের মতামত ব্যক্ত করতে দেখা যায় তাকে। অভিনয়ের অভিজ্ঞতা তো তার অনেক বছরেরই, ২০২৩ সালে তিনি আত্মপ্রকাশ করেছেন পরিচালক হিসেবেও। তার পরিচালিত প্রথম সিনেমার নাম- ‘অসম্ভব’।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মৌসুমী মৌকে সিনেমার প্রস্তাব দিলেন শাকিব খান?

বিষযটা ঠিক প্রস্তাব না হলেও, ফেলে দেওয়া যায় না আবার। মেগাস্টার শাকিব খান বলে কথা। একেবারে ভরা মজলিসে…

সাত মাস পর ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা পল টিল

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ওয়ান ট্রি হিল’ খ্যাত অভিনেতা পল টিল আর নেই। গেল ১৫ নভেম্বর…

‘দরদ’ দেখতে তিন হলের সব টিকিট কিনে নিল রিমার্ক-হারল্যান!

সহকর্মী ও বন্ধুদের সাথে রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’ দেখতে ২২ নভেম্বরের জন্য সিনেপ্লেক্সের তিন…
0
Share