২০১১ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র ‘’জিন্দেগি না মিলেগি দোবারা’। যে সিনেমা প্রকাশের পরপর দাপটের সঙ্গে বহু পুরস্কার অর্জন করে নেয়। জোয়া আখতার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেন জনপ্রিয় নায়ক হৃতিক রোশন, অভয় দেওল এবং ফারহান আখতার। জনপ্রিয় এ ত্রয়ী ১৪ বছর পর আবারও একত্র হয়েছেন।
তবে এ মিলন নতুন কোনো সিনেমার জন্য নয়। এ ত্রয়ী অভিনয় করেছেন একটি বিজ্ঞাপনে আর তাতেই তাদের ভক্ত ও দর্শকের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। গত ১ মার্চ এ তিন অভিনেতা ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন। তারা মূলত মিরাল ডেস্টিনেশনের ইয়াস আইল্যান্ডকে প্রমোট করছেন। হৃতিকের ইনস্টাগ্রাম আইডি থেকে শেয়ার করা পোস্টে তিনি লিখেছেন, ‘কাজটা করতে সময় লাগল অনেক, কিন্তু শেষ পর্যন্ত আমরা হ্যাঁ বললাম। এর সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন জীবনকে হ্যাঁ বলো। ইয়েসকে অবশ্য তারা ‘ইয়াস’ লিখেছেন। এটা মূলত জিন্দেগি না মিলেগি দোবারার অনুকরণ।
এছাড়া হৃতিকের পোস্ট করা ছবিটিতেও এ সিনেমার ছাপ পাওয়া যায়। একটা পুরনো ক্ল্যাসিক মডেলের গাড়ির সঙ্গে পোজ দিয়েছেন তিনজন। এ রকম গাড়ি ব্যবহার হয়েছিল সিনেমায়।
ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করার পরই এই তিন অভিনেতার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ, আনন্দ ও ভালোবাসা জানিয়েছেন তিনজনকে। তবে ইনস্টাগ্রাম পোস্টে অভিনেতারা জানাননি ছবিটী কী কারণে তোলা। সে কারণেই হয়তো দর্শকের অনেকে মনে করেছিলেন এ সিনেমার সিক্যুয়াল তৈরি হচ্ছে। পরে জানা গেল, আসলে সিনেমা নয় এটি ছিলো বিজ্ঞাপন।
‘জিন্দেগি না মিলেগি দোবারা’’ চলচ্চিত্রে হৃতিক, অভয় ও ফারহান যথাক্রমে অর্জুন, কবির ও ইমরান চরিত্রে অভিনয় করেন। তারা পুরনো বন্ধু কবিরের ব্যাচেলর পার্টি উপলক্ষে বহু বছর পর একত্রে হন। তাদের একসঙ্গে কাটানো সময়, বন্ধুত্ব ও জীবনকে উপভোগ করার দৃষ্টিভঙ্গি নিয়েই মুলত সিনেমার গল্প। এতে আরো অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। সে বছর একাধিক পুরস্কার পায় সিনেমাটি যার মধ্যে অন্যতম ছিলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, আইফা এবং জি সিনে অ্যাওয়ার্ড।