Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ৩০, ২০২৪
Your Image

‘একজন শিল্পীকে সহনশীল হতে হয়’: জীনাত হাকিম

জীনাত হাকিম ও আজিজুল হাকিম । ছবি: সংগৃহীত

ইদানিং শিল্পীদের নানা আচরণ যেমন মিডিয়ার খবরে আসছে, তেমনই অনেককে অনেক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে।

সাম্প্রতিককালে ঘটে যাওয়া তানজিন তিশা-কাণ্ড এর মাঝে অন্যতম। এসকল বিষয়সহ আরও কিছু বিষয় নিয়ে একটি আনন্দ আয়োজনে মন্তব্য করেন পরিচালক, নাট্যকার, প্রযোজক এবং লেখক জীনাত হাকিম।

তিনি বলেন, ‘শিল্পীদের সকলে অনুসরণ করে। একারণে শিল্পীদের ব্যক্তিজীবন অনেকটাই খোলা বইয়ের মতন হয়ে যায়। তাই তাকে চলতে হয় এসব মাথায় রেখেই।’

সম্প্রতিকালে শিল্পী ও গণমাধ্যমের মুখোমুখি অবস্থানের ব্যাপারে জীনাত হাকিম আরও বলেন, ‘শিল্পীকে সহনশীল হতে হবে। অনেক প্রতিকূল পরিবেশেও হাসিমুখে তাকে উত্তর দিতে হবে। ফেইসভেলুর পাশাপাশি এটাকে মেনে নিতেই হবে।’

উদাহরণসরূপ তিনি জানান, আজিজুল হাকিমের বাবা অর্থ্যাৎ জীনাত হাকিমের শশুরের শেষ সময়ে যখন হাসপাতালে পরিবার ছুটোছুটি করছে, তখনও অনেকে এসে আজিজুল হাকিমের সাথে ছবি তুলতে চেয়েছেন, অটোগ্রাফ চেয়েছেন। তারা সেই দ্বায়িত্বও পালন করেছেন।

জীনাত হাকিম মনে করেন, বেশিরভাগ মানুষই টেবিলের এ প্রান্তের খবর জানবে না, সেজন্য তাকে বঞ্ছিত না করে শিল্পীসুলভ আচরণ করাই শ্রেয়।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বসু ডাকাত কিভাবে মুক্তিযোদ্ধা হয়ে গেল

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের নিকলীতে ভারতীয় ট্রেনিং এবং অস্ত্রশস্ত্র ছাড়া এক দুর্ধর্ষ মুক্তিবাহিনী গড়ে উঠেছিল। যার…

১৯৭১ মানেই যে শুধু যুদ্ধ, তা কিন্তু নয়: ইমতিয়াজ বর্ষণ

১৯৭১ মানেই যে শুধু যুদ্ধ, তা নয়। এখানে ফাঁকে ফাঁকে অনেক গল্প আছে যা বাংলাদেশ এখনো পুরো বিশ্বকে জানাতে সক্ষম…

নিজেকে আসলে মেইনটেইন করিনা: জিয়াউল রোশান

হয়ে গেলো ‘অপলাপ’ শীর্ষক ওয়েব ফিল্মের প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন ফিল্মটির সাথে সংশ্লিষ্ট কলাকুশলীরা। ছবিটির…
0
Share