দক্ষিণ কোরিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান সিজে ইএনএম (সিজে এন্টারটেইনমেন্ট এবং মার্চেন্ডাইজিং) এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি করেছে অ্যানিমেশন সিরিজ। সিরিজের নাম ‘ক্যাট বিগি’। এআই তথ্যপ্রযুক্তি দিয়ে বানানো এটাই তাদের প্রথম অ্যানিমেশন সিরিজ। সোমবার নতুন এই সিরিজের তথ্য প্রকাশ করেন তারা।
অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমা দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসে এই প্রযোজনা প্রতিষ্ঠান। এবার তারা প্রতিষ্ঠার ৩০ বছর উদ্যাপন করতে যাচ্ছে। এই উপলক্ষে প্রতিষ্ঠানটি ‘কোরিয়ান কনটেন্ট মিটস এআই: হাউ এআই টেকনোলজি ইজ ট্রান্সফরমিং দ্য ফিউচার অব দ্য কনটেন্ট ইন্ডাস্ট্রি’ শিরোনামে একটি আলোচনার আয়োজন করে।
কনটেন্ট তৈরিতে এআই কোনো বিপ্লব ঘটাতে পারে কি না, ভবিষ্যৎ এইআই নির্ভর কনটেন্ট কেমন হতে পারে, সেটাই ছিল আলোচনার মুখ্য বিষয়। পরবর্তী সময়ে কীভাবে তারা এআই দিয়ে সিরিজটি তৈরি করেছে, সেটা প্রকাশ্যে আনে।
শর্ট ফর্ম অ্যানিমেশন সিরিজ ক্যাট বিগি। এই সিরিজের গল্পে দেখা যাবে, একটি বিড়ালের হঠাৎ করেই একটি বাচ্চার সঙ্গে পরিচয় হয়। পরবর্তী সময়ে সেই বিড়াল হয়ে যায় বাচ্চার বাবা। এই বাবা হওয়া নিয়েই ঘটতে থাকে নানা ঘটনা।
সিরিজটি তৈরি করতে ৬ জন বিশেষজ্ঞ সার্বক্ষণিক কাজ করেছেন। সিজে ইএনএম–এর এআই বিজনেস অ্যান্ড প্রোডাকশনের প্রধান বায়েক ইউং-জাং ভ্যারাইটিকে জানান, ‘৫ মিনিটের একটি থ্রিডি অ্যানিমেশন তৈরির জন্য কখনো তিন থেকে চার মাস সময় পর্যন্ত লাগতে পারে। এই কাজে মূল চ্যালেঞ্জ ছিল অ্যানিমেশন চরিত্রের গতি নিয়ন্ত্রণ করা ও সেটা প্রকাশ করা।’
এদিকে গত ফেব্রুয়ারিতে লেখা থেকে ভিডিও তৈরির মডেল সোরা তৈরির ঘোষণা দেয় চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই। ব্যবহারকারীদের লিখিত বর্ণনা থেকে কাল্পনিক দৃশ্য তৈরি করতে পারে সোরা মডেল। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিভিন্ন চরিত্র ও আশপাশের দৃশ্যও নিখুঁতভাবে তৈরি করতে পারে মডেলটি।
পরবর্তী সময়ে ধারণা করা হয়, এআই দিয়ে সিনেমাও তৈরি করা যাবে। বিনোদন অঙ্গনে প্রযুক্তির এই নতুন সংযোজন ভবিষ্যতে তারকারাদের জায়গা দখল করবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ট্রিবেকা চলচ্চিত্র উৎসবের আয়োজকেরা। তারা প্রথমবারের মতো ঘোষণা দিয়েছেন এইআই দিয়ে নির্মিত সিনেমাকেও উৎসবে মূল্যায়ন করবেন।
ক্যাট বিগি সিরিজটি ৩০টি পর্বে সাজানো হয়েছে। প্রতি পর্বের ব্যাপ্তি ২ মিনিট। জুলাইতে ইউটিউবে মুক্তি পাবে সিরিজটি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয় সিরিজটি শত ভাগ এআই জেনারেটেড। সিরিজটির গল্প ও চরিত্রের জন্য আলাদা আলাদা ডিজাইন করতে হয়েছে। এতে কাজটি সম্পূর্ণ করতে সময় লেগেছে ৫ মাস।